বঙ্গ-সাহিত্য-পরিচয়। শকুন্তলা বোলে মোরে বিধি হৈল বাদী। সর্ব্বক্ষণ তোমাতে যে মুঞি অপরাধী ৷ লজ্জা ভয় ছাড়ি আইলুম তোহ্মার নগরে। বেশু বলি নিন্দ করি ত্যাগিলা আহ্মারে॥ স্ত্রী পুত্র বলি কিছু কৃপা নাহি মনে। অপরাধী কেবা কথা আছে আমি বিনে॥ অবিচারে যখনে বাঞ্ছিল মোরে বনে। তাহাতে রক্ষিতা মোর না ছিল কোন জনে॥ যদি জাতি নষ্ট হইত দুৰ্জ্জন হাতএ (১)। তবে মোর কি গতি হইত সে দিনয়ে (২)॥ এবে সে জানিলুম মুঞি পুরুষের চিত্ত। চুণে পুড়িলে মুখ অন্ন লাগে তিক্ত॥ তনু দিয়া ভজিলেহ প্রত্যয় নাহি যার। নারী লোকে বোলে ব্যর্থ স্বামী আপনার॥ স্ত্রীর অন্তগতি নাহি স্বজিল বিধাতা। মৈলেহ অধিক নাহি স্বামীর ব্যগ্রতা॥ আয়ে রাজা যত দোষ সকল আহ্মার। না যুআএ নিন্দ যত বুলিলা বারে বার॥ নৃপতি বোলেন তুহ্মি প্রাণের অধিক। নয়নে আনন্দ মোর হওত মাণিক ৷ তোর পুত্রে পুত্রী আন্ধি এ তিন ভুবন। চিরদিন প্রীতি মোর রাখিবা অনুক্ষণ॥ শকুন্তলা বোলে আমি অধীন তোহ্মার। স্বামী বিনা নারীর সংসারে কেবা আর॥ শকুন্তলা বোলে শুন নিঠুব না বোল পুনঃ প্রাণ হৈতে পতি ভিন্ন নহে। যাইব তোহ্মার সনে কোন দুঃখ নাহি মনে তুমি বিনে কেবা মোর হয়ে॥ ভাবি চাহ মনে মনে চন্দ্ররশ্মি পান বিনে বৃষ্টি-জলে না জীয়ে চকোর। মীন যেন জল বিনে পঙ্কজে মধু বিহনে পতি বিনে নারীর কঠোর॥ (১) হাতে। (২) দিনে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।