পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিত্যানন্দ ঘোষের মহাভারত। নিত্যানন্দ ঘোষ কাশীদাসের পূর্ব্বে সমস্ত মহাভারতের অনুবাদ করিয়াছিলেন, এবং ইহার মহাভারতখানিই পশ্চিমবঙ্গে কাশীদাসের পূর্ব্বে স্বপ্রচারিত ছিল। পূর্ব্ববঙ্গেও এই মহাভারতের দুই একখানি পুথি পাওয়া গিয়াছিল। ত্রিপুরা জেলায় রাজপাড়া গ্রামে নিত্যানন্দঘোষের মহাভারতের কতকাংশ পাইয়াছিলাম, তাহা গৃহ-দাহে নষ্ট হইয়া গিয়াছে। পশ্চিমবঙ্গের বহু স্থানে এই কবির মহাভারতের পুথি পরিদৃষ্ট হইয়া থাকে। ১৮০৬ খৃঃ অন্ধে পাকুড়ের রাজা পৃথ্বীচন্দ্র গৌড়ী-মঙ্গল নামক কাব্যের ভূমিকায় লিথিয়াছেন—“অষ্টাদশ পর্ব্ব ভাষা কৈল কাশীদাস। নিত্যানন্দ কৈল পূর্ব্বে ভারত প্রকাশ।” বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ভূমিকার “ছ” পৃষ্ঠায় এবং ৫৩০-৫৩১ পৃষ্ঠায় দ্রষ্টব্য। হইয়া কাশীরাম দাসের মহাভারতে স্থান পাইয়াছে। স্ত্রী-পর্ব্ব। গান্ধারী-বিলাপ। মহাভয় উপজিল দেখি রণস্থল। শকুনি গৃধিনী শিবা করে কোলাহল॥ হাতে মুণ্ড করিয়া নাচয়ে ভূতগণ। কুকুর করিছে মাংস শোণিত ভক্ষণ॥ রক্তের কর্দম শীঘ্র চলিতে না পারি। শোকে দগ্ধ নারীগণ যায় ধীরে ধীরি॥ কেহ কেহ নাঞি পায় পতি দরশন। ভূমেতে পড়িয়া কান্দে হয়্যা অচেতন॥ আভরণ ফেলি কেহো শোকাকুল হয়্যা। পতিহীন কোন নারী বুলয়ে ধাইয়্যা। ধায়া বুলে সকলে যতেক কুরুনগরী। সিগাল (১) পক্ষগণে ভয় নাই করি॥ অনেক খুজিয়া কেহ নিজ পতি পাইল্য। স্বন্ধে মুণ্ডে যোতাইয়া (২) প্রতীত হইল। (>) শৃগাল৷ (s) সংযুক্ত করিয়া। শোকোত্মত্তা রমণীগণ।