পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। ہریرہ পাসরিলে পূর্ব্বকথা প্রত সব যত। হাস্ত পরিহাস্ত তাহী স্মঙরিব কত॥ সংগ্রাম করিতে আইল্যে কেমন কুখেনে (১)। পুনশ্চ না হৈল দেখা অভাগিনী সনে॥ হেন মতে পতিহীন্ত যত যত নারী। বিলাপ করিয়া কান্দে নানা মত করি॥ তা দেখি গান্ধারী প্রাণ ধরিতে না পারে। পতি-কোলে বধু সব কান্দে উচ্চৈঃস্বরে। রণভূমি দেখি দেবী অতি ভয়ঙ্কর। কপালে কঙ্কণ মারি কান্দয়ে বিস্তর॥ সভে শোকে অচেতন পড়িয়া ভূমিতে। হেন কেহ নাহি তথা প্রবোধ করিতে॥ কে কোথা পড়িয়া কান্দে নাহিক তরাস। রণভূমি দেখি দেবগণে লাগে ত্রাস॥ মড়ার উপরে মড়া নাহি লেখা তার। গান্ধারী দেখিয়া মনে পাইল চমৎকার। হস্তী অশ্ব পড়িয়াছে রথ বহুতর। নানা অলঙ্কার অস্ত্র বস্ত্র মনোহর॥ মাথার মুকুট পড়ি আছে রণভূমে। আদ্য অন্ত নাহি পড়ি আছে একত্রমে॥ ধ্বজ ছত্র চামর পড়িল রণস্থলে। খড়গ ঢাল নানা অস্ত্র ভাসে রক্তজলে॥ পড়িআছে বীর সব বিচিত্র শরীর। বাণেতে জর্জর অঙ্গ বহিছে রুধির॥ কার হস্ত পাদ নাহি নাক চক্ষু কাণ। অস্ত্রাঘাতে কার কার মূর্ত্তি দেখি আন (২)॥ বিবর্ণ হইয়া ভূমে আছয়ে পড়িয়া। নারীগণ ভয় পায় স্বামীকে দেখিয়া॥ রুধিরে কর্দম-ভূমি পঙ্ক বহুতর। শোণিতের নদী বহে সংগ্রাম-ভিতর॥ (১) কুক্ষণে। (২) অন্ত রকম।