পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ৬৬৫ কাহারে এতেক বাক্য কহিলে মুনিবর। বৃক্ষেরে কহিলে যেন না পায় উত্তর॥ কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যার। কৌস্তুতের মণিরত্ন কিবা কায তার॥ কি কাষ চন্দনে যার বিভূষণ ধূলি। অমৃতে কি কাষ তার ভক্ষ্য সিদ্ধিমুলী॥ মাতঙ্গে কি কায ষার বলদ বাহন। পারিজাতে কিবা কায ধূস্তুর ভূষণ। সকল চিন্তিয়া মোর অঙ্গ জরজর। পূর্ব্বের বৃত্তান্ত সব জান মুনিবর। জানিয়া জ্ঞেহারে দক্ষ পূজা না করিল। সেই অভিমানে আমি শরীর তেজিল ৷ দেবীর বচনে হাসি বলেন ভগবান। যে বলিলা হৈমবতী কিছু নহে আন। বাহন ভূষণ মোর কোন প্রয়োজন। আমি লই যাহা নাহি লয় অন্ত জন॥ ভক্তিতে করিয়া বশ মাগি নিল দাস। (১) অম্লান অম্বর পট্টম্বর দিব্যবাস॥ ঘৃণা করি ব্যাঘ্রচর্ম্ম কেহ না লইল। তেঞি মোর বাঘাম্বর পরিতে হইল॥ অগুরু চন্দন লৈল কুঙ্কুম কন্তুরী। বিভূতি না লয় তেঞি বিভূষণ করি॥ মণিরত্ন সভে লৈল মুকুতা প্রবাল। কেহ না লইল তেঞি আছে হাড়মাল॥ বিল্বপত্র ধূস্তা-কুহুম ঘন ঘসি। কেহ না লইল তেঞি অঙ্গেতে বিভূষি। রথ গজ লইল বাহন পরিচ্ছদ। কেহ না লইল তেঞি আছয়ে বলদ। কহিলা যে দক্ষ মোরে পূজা না করিল। অজ্ঞান-তিমিরে দক্ষ মোহিত আছিল ৷ মহাদেবের উক্তি। (১) আমাকে ভক্তি দ্বারা বশীভূত করিয়া আমার ভক্ত (দাস) প্রার্থনা করিয়া লইল। in- o