পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V, \^, Uు দেবীকৃত উত্তেজনা। মহাদেবের ক্রোধ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তেঞি মোকে না জানিয়া পূজা না করিল। তাহার উচিত ফল তৎক্ষণে পাইল॥ দেবী বলে দারা পুত্র গৃহী যেই জন। তাহারে না হয় যুক্ত এ সব বচন॥ বিভব বিভূতি আদি সঞ্চে যত জনে। সংসারে বিমুখ ইর্থে আছে কোন জনে। সংসারেতে বিমুখ যে জন এ সকলে। কাপুরুষ বলিয়া তাহারে লোকে বলে ৷ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রে তুমি যেমত পূজিত। সাক্ষাতেতে সে সকল হৈতেছে বিদিত॥ রত্নাকর মথিয়া লভিল রত্নগণ। কেহ না পুছিল তোমা করিয়া হেলন। পার্ব্বতীর এক বাক্য শুনিয়া শঙ্কর। ক্রোধেতে অবশ অঙ্গ কাপে থরথর॥ কাশীরাম কহে কাশীপতি ক্রোধমুখে। বৃষভ সাজিতে আজ্ঞা করিলা নন্দীকে॥ পার্ব্বতীর কটুভাষ শুনি ক্রোধে দিশ্বাস টানিয়া আনিল বাঘবাস। বাসুকি নাগের দড়ি কাকালি বান্ধিল বেড়ি তুলিয়া লইল যুগপাশ। কপালে কলঙ্কি-কলা কণ্ঠেতে হাড়ের মালা করযুগে কষ্ণুকি কঙ্কণ। ভানু বৃহদ্ভানু শশী ত্রিবিধ প্রকার ভূষি ক্রোধে যেন প্রলয়-কিরণ॥ যেন গিরি হেমকুটে আকাশে লহরী উঠে উথে মধ্যে গঙ্গা জটাজুটে। রজত-পর্ব্বত আভা কোটি-চন্দ্র-মুখ-শোভা ফণিমণি বিরাজে মুকুটে। গলে দিল হার সাপ টঙ্কারি ফেলিল চাপ ত্রিশূল ভ্রুকুটি লইয়া করে।