سواران কগুপের নিবেদন। ইন্দ্রের প্রতি শাপ। মন্থনে অসমর্থত। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যে করিলে তাহা কিছু না করিয়ে মনে। আমি মন্থিবারে কৈম্বু করহ হেলনে॥ এতেক বলিলা যদি দেব মহেশ্বর। ভয়েতে দেবতা সব না করে উত্তর॥ নিঃশব্দে রহিলা সব দেবের সমাজ। কর-যোড়ে বলয়ে কগুপ মুনিরাজ॥ অবধান কর দেব পার্ব্বতীর কান্ত। কহিব ক্ষীরোদ-সিন্ধু-মথন-বৃত্তান্ত॥ পারিজাত মালা দুর্ব্বাসার গলে ছিল। স্নেহেতে সেই পুষ্পমালা ইন্দ্র-গলে দিল। গজরাজ-আরোহণে ছিল পুরন্দর। সেই মাল্য দিল তার দন্তের উপর॥ সহজে মাতঙ্গ অনুক্ষণ মদে মত্ত। পশুজাতি না জানিল মালার মহত্ত্ব॥ শুণ্ডে জড়াইয়া মালা ফেলিল ভূতলে। দেখিয়া দুর্ব্বাসা ক্রোধে অগ্নি হেন জলে ৷ অহঙ্কারে ইন্দ্র মোরে অবজ্ঞা করিল। মোর দত্ত মাল্য ইন্দ্র ছিড়িয়া ফেলিল॥ সম্পদে হইয়া মত্ত গর্ব্ব কৈল মোরে। দিল শাপ হতলক্ষ্মী হও পুরন্দরে॥ ব্রহ্মশাপে লোকমাত প্রবেশিলা জলে। লক্ষ্মীবিন কষ্ট হৈল ত্রৈলোক্য-মণ্ডলে॥ লোকের কারণে ব্রহ্মা কৃষ্ণে নিবেদিল। সমুদ্র মথিতে আজ্ঞা নারায়ণ কৈল। এই হেতু ক্ষীরোদ মথিল মহেশ্বর। শেষ মথনের দড়ি মন্থন মন্দর॥ (১) অনেক উৎপাত হৈল বরুণের পুরে। লক্ষ্মী দিয়া স্তুতি কৈল দেব বিশ্বেশ্বরে॥ নিবারি মথন তেঞি গেলা নারায়ণ। পুনঃ তুমি আজ্ঞা কর মথন কারণ॥ (১) শেষ নাগ মন্থনে দড়ির কার্য্য করিল ও মন্দর-পর্ব্বত মন্থন-দণ্ড
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।