মহাভারত – কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ఆస్రి বিষ্ণু-বলে বলবান আছিল অমর। ইবে বিষ্ণু বিনা শ্রমযুক্ত কলেবর॥ দ্বিতীয় মথন-দড়ি নাগরাজ শেষ। সাক্ষাতে আপনে প্রভু দেখ তার ক্লেশ॥ অঙ্গের যতেক হাড় সব হৈল চুর। সহস্র মুখেতে লাল বহুয়ে প্রচুর। বরুণের যত কষ্ট না যায় কথন। আর আজ্ঞা নহে দেব মথন কারণ॥ শিব বলে আমা হেতু মথ একবার। আসিবার অকারণ না হয় আমার॥ হর-বাক্য কার শক্তি লজিঘবারে পারে। পুনরায় মন্থন ও পুনরপি মন্দার ধরিল দেবামুরে। སྒྱུ་མ་ শ্রমেতে অশক্ত কলেবর সর্ব্বজন। ঘনশ্বাস বহে যেন আগুনের কণা ৷ অত্যন্ত ঘর্ষণে পুনঃ মন্দার পর্বত। তপত হইল যেন জলদগ্নিবৎ॥ ছিড়ি খণ্ড খণ্ড হৈল নাগের শরীর। ক্ষীরোদ-সাগরে সব বহিল রুধির॥ অত্যন্ত ঘর্ষণ নাগ সহিতে নারিল ৷ সহস্র মুখের পথে গরল অবিল। সিন্ধুর ঘর্ষণ-অগ্নি সপের গরল। দেবের নিশ্বাস আর মন্দার-অনল॥ চারি অগ্নি মিশ্রিত হইয়া এক হৈল। সমুদ্র হৈতে আচম্বিতে বহিরিল। প্রাতঃ হৈতে যেন দিনকর তেজ বাড়ে। দাবানল বাঢ়ে যেন শুষ্ক বন পোড়ে॥ যুগাস্তের কালে যেন সমুদ্রের জল। মুহূর্ত্তেকে ব্যাপিলেক সংসার সকল॥ দহিল সভার অঙ্গ বিষের জলনে। সহিতে না পারি ভঙ্গ দিল সর্ব্বজনে॥ দেবগণের পলায়ন ও পলায় সহস্ৰ-চক্ষু কুবের বরুণ। শিবের বিষ-ভক্ষণ। পবন শমন অগ্নি পলায় অরুণ॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।