মহাভারত—কাশীদাস–১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ৬৭১ কৃপায় করিলা ত্রাণ এ মহা প্রলয়। কি করিব কর আজ্ঞা দেব মৃত্যুঞ্জয়। কৃপার সাগর তুমি পরম সদয়। এত বলি স্বরান্থর করযোড়ে রয়॥ শুনি তবে আজ্ঞা দিলা দেব মহেশ্বর। রাখ লৈয়া যথাস্থানে মন্দর-শিখর॥ নিবর্ত্তহ মথন নাহিক আর কায। মন্থন নিবারণ। অনেক পাইল কষ্ট দেবের সমাজ॥ শুনি আনন্দিত হৈল যত দেবগণ। অমর তেত্রিশ কোটি অস্তুর সর্ব্বজন॥ একত্র হৈয়া সুর অস্ত্রর যতেক। মন্দার তুলিতে শক্তি করিলা অনেক। কার শক্তি তুলিতে নারিল গিরিবর। তুলিয়া লইলা তবে শেষ বিষধর॥ যথাস্থানে মন্দার খুইল লৈয়া শেষ। নিবারিয়া গেলা সভে যার যেই দেশ॥ কাশীরাম দাস কহে করিয়া প্রণতি। অনুক্ষণ নীলকণ্ঠ-পদে রহু মতি॥ মোহিনীবেশি-শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মিলনে হরি-হর। আলিঙ্গনে যুগল শরীর হৈল এক। অৰ্দ্ধ শশিশুক্ল শুগম হইলা অৰ্দ্ধেক॥ অৰ্দ্ধ জটাজুট ভেল অৰ্দ্ধ চিকুর। অৰ্দ্ধ কিরীট আৰ্দ্ধ ফণী-দণ্ডধর॥ কৌস্তুভ তিলক অৰ্দ্ধ অৰ্দ্ধ শশিকল। অৰ্দ্ধগলে হাড়মাল অৰ্দ্ধ বনমালা॥ মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলি-কুণ্ডল। শ্রীবৎস-লাঞ্ছন অৰ্দ্ধ শোভিত গরল॥ অৰ্দ্ধ মলয়জ অৰ্দ্ধ ভস্মকলেবর। অৰ্দ্ধ বাঘাম্বর অৰ্দ্ধ-কটি পীতাম্বর। এক পদে ফণী এক কনক-নুপুর। শঙ্খ চক্র করে শোভে ত্রিশূল ডম্বুর॥ এক ভিতে লক্ষ্মী এক ভিতে দুর্গা সাজে। কাশী দাস কহে দুহার চরণ-সরোজে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।