পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Øፃ8 পদব্রজে। কৃষ্ণ-সহ মিলন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কেবা কারে আনি দেই নাহিক নির্ব্বন্ধ (১)। আসন ভোজন পানে সভার আনন্দ॥ পরিবার লোক আর বহাইয়া রথ। ঠেলাঠেলি পদব্রজে গেলা কথো পথ॥ আগু আর নহে গম্য যাইতে কাহারে। আছুক অন্তের কায পিপীলিকা নারে। কত দূরে আছে দ্বার নাহি চলে দৃষ্টি। রাজাগণ দাড়াইয়া আছে পৃষ্ঠাপৃষ্ঠ॥ দুই ভিতে দ্বারিগণ প্রহরয়ে বাড়ি। একদৃষ্টে আছে সভে দুই কর যুড়ি। পথ না পাইয়া দাড়াইলা বিভীষণ। অন্তর্যামী সকল জানিলা নারায়ণ॥ কে আইল কে খাইল কেবা নাহি পায়। প্রতিজনে জগন্নাথ চৰ্চিয়া (২) বেড়ায়॥ দূরে থাকি দেখিল রাক্ষস-অধিপতি। দিব্যচক্ষে জানিল যে এই লক্ষ্মীপতি॥ অষ্টাঙ্গ লোটাইয়া নতি করে করযোড়ে। চারিধারা নয়নেতে অশ্রজল পড়ে। দেখিয়া নিকটে গেলা দেব দামোদর। আলিঙ্গন দিয়া কৃষ্ণ তুষিলা বিস্তর॥ স্তুতি করে বিভীষণ যুড়ি দুই কর। আনন্দে চক্ষুর জল বহে জলধর। নানা রত্ন নিছিয়া ফেলিল ভূমিতলে। পুনঃ পুনঃ ধরি পড়ে চরণ-কমলে। যতেক আনিল রাজা বিবিধ রতন। গোবিন্দের চরণে করিল সমৰ্পণ॥ করযোড় করি বলে রাক্ষসের রাজ। অশক্ত কর জগন্নাথ করিব কি কায॥ গোবিন্দ বলিল আসিয়াছ যেই কাযে। মোর সঙ্গে চল ভেটাইব (৩) ধর্ম্মরাজে। (১) শৃঙ্খলা ৷ (২) চর্চা করিয়া=সন্ধান করিয়া। (৩) দেখা করাইৰ। -