omitted an inelegant line introduced by Jnánadās (Padakalpataru No. 1144 and p. 1060 of this book). The high moral tone of Chandidas's master-peice is clearly inconsistent with the vulgar taste of the latter part of the poem composed by Jnanadās. The reading in Jyotish Babu's collection is beautiful and consistent throughout; here it is.
একথা কহিবে সখি, একথা কহিবে।
অবলা এতেক তপ করিয়াছে কবে॥
পুরুষ পরশ মণি * নন্দের কুমার।
কি লাগিয়া ধরে + সখি চরণে আমার!
আমি যাই আমি যাই বলে তিন বোল।
কতনা চুম্বন দেই কত দেই কোল॥
পদ আধ যায় পিয়া যায় পালটিয়া।
বয়ান নিরখে কত কাতর হইয়া॥
করে কর ধরি পিয়া শপথি দেয় মোরে।
পুন দরশন লাগি কত চাট বোলে।
নিগুঢ় পারিতি পিয়ার আরতি বহু।
চণ্ডিদাস কহে আমার হৃদ মাঝারে রহু॥
I take from the same collection the following reading of the famous pada of Chandidās, beginning with the line “শুন রজকিনী রামি” (p. 995).
শুন রজকিনী রামি।
ও দুটি চরণ শীতল জানিয়া -
শরণ লইলাম আমি।
শুন রজকিনী রামি।
কোন খানে ছিলে, কোন খানে এলে
আমার কারণে তুমি।
তুমি বাগাদিনী, হরের ঘরণী,
তুমি সে ইন্দ্রানী সতী।
তুমি সে কমলা, সরল অবলা
তুমি কাম-হীন রতি॥
রজকিনী রূপ কিশোরী স্বরূপ
কাম গন্ধ নাহি তায়।
ঘুরিয়া ঘুরিয়া মানস ভ্রমরা
তথাপি তোমাতে ধায়।