৬৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। নাহি দিল না আইল নাহি হেন জনে। সাক্ষাতে নয়নে তুমি দেখহ আপনে॥ দেবতা গন্ধর্ব্ব যক্ষ রক্ষ কপি ফণী। মনুষ্য আইল যত বৈসয়ে অবনী॥ অষ্টাশী সহস্র দ্বিজ নিত্য গৃহে ভুজে। ত্রিশ ত্রিশ সেবকে সেবয়ে এক দ্বিজে॥ দশ সহস্ৰ উৰ্দ্ধরেতঃ ইহার উপান্ত (১)। এখনে যতেক দ্বিজ কে করিবে অন্ত॥ স্থানে স্থানে রন্ধন হৈতেছে অবিরাম। লক্ষ লক্ষ বাহ্মণ ভুঞ্জয়ে একু ঠাম। এক লক্ষ দ্বিজ যবে করয়ে ভোজন। একবার শঙ্খনাদ করয়ে তখন॥ হেন মতে মুহুমুহু হয়ে শঙ্খধ্বনি। চতুদিগে শঙ্খরবে কিছুই না শুনি॥ তিন পদ্ম অযুত মাতঙ্গ দীর্ঘদন্ত। তিন পদ্মাযুত রথ তুরঙ্গ অনন্ত॥ এক লক্ষ নৃপতির পদ (২) অগণিত। চারি জাতি যতেক নিবসে পৃথিবীত ৷ অৰ্দ্ধেক রন্ধনে ভুঞ্জে অৰ্দ্ধেক আমান্ন। কাহার শকতি তাহা করে পরিমাণ॥ একজন অসন্তোষ নাহিক ইহাতে। খাও খাও লও লওঁ ধ্বনি চতুর্ভিতে। মনু আদি যত হৈল পৃথিবীর পতি। হেন কর্ম্ম না করিল কাহার শকতি॥ যত দূর পর্য্যন্ত নিবসে জন প্রাণী। হেন জন নাহি যুধিষ্ঠিরে নাহি জানি॥ স্মরণে কুমতি হরে নিষ্পাপ দর্শনে। প্রণামে পরম গতি আমার সমানে॥ তোমা হেন জন নাহি জান হেন জন। শীঘ্র চল লইয়া কর কর দরশন॥ (১) উপরে। (২) পদাতিক।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।