মহাভারত—কাশীদাস-১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। N9° 영 বিভীষণ বলে প্রভু কহিলে প্রমাণ। মোর নিবেদনে কিছু কর অবধান॥ পূর্ব্ব পিতামহমুখে শুনিয়াছি আমি। অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি সভাকার স্বামী॥ ব্রহ্ম ইন্দ্র পদ তব কটাক্ষেতে হয়। এ কর্ম্ম আশ্চর্য্য নহে তোমার কৃপায়॥ মোর পূর্ববৃত্তান্ত শুনহ গদাধর। তপস্যা করিয়া আমি মাগিলাম বর॥ স্মরিব তোমার নাম সেবিব তোমারে। তব পদ বিনে শির না নোঙাব কারে॥ যথায় লইয়া যাবে সংহতি যাইব। কদাচিৎ অন্ত জনে মান্ত না করিব। এত বলি বিভীষণ চলিল সংহতি। পিছে যায় বিভীষণ আগে যদুপতি॥ চটচট শবদে চৌদিগে বহে ছাট। গোবিন্দ দেখিয়া সভে ছাড়ি দিল বাট॥ দ্বারের নিকটে উক্তরিলা নারায়ণ। পশিতে সাত্যকী রহাইল বিভীষণ॥ গোবিন্দ বলিল ইহে! (১) না রাখ দুয়ায়ে। দ্বার-রক্ষক সত্যিকীর নিজ দেশ যাব শীঘ্র ভেটিয়া রাজারে॥ বাধা। সাত্যকী বলিল প্রভু জানহ আপনি। বিনা আজ্ঞা যাইতে না পায় বজ্রপাণি॥ হের দেখ জগন্নাথ দ্বারেতে বারিত। যত রাজ-রাজেশ্বর বৈসে যাম্যভিত (২)॥ মৎস্তদেশ-ঈশ্বর বিরাট নরপতি। স্বরসেন দন্তবক্র সুমিত্র প্রভৃতি॥ অগণিত সৈন্ত যার ধনে নাহি অন্ত। কর লৈয়া দ্বারে আছে মাসেক পর্য্যন্ত॥ শ্রোণিমন্ত সুশর্ম্মাদি নীলধ্বজ রাজা। একপাদ নিশাদ কলিঙ্গ মহাতেজ॥ কিষ্কিন্ধ্যা-ঈশ্বর আর সিন্ধুকূলবাসী। গোকর্ণ শ্রমণ রুক্মী রাজা ওড়দেশী॥ (১) ইহাকে। (২) দক্ষিণ দিকে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।