পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sbペ উত্তর দ্বারে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। মানস হৈল পূর্ণ সিদ্ধি হৈল কার্য্য। আজ্ঞা হৈলে মহাপ্রভু যাব নিজ রাজ্য। বিভীষণ-বোল শুনি চিন্তে চিন্তামণি ৷ কতক্ষণে উত্তর করিলা চক্রপাণি॥ সর্ব্বধর্ম্ম জান তুমি বিচারে পণ্ডিত। তুমি হেন কহ রাজা না হয় উচিত। নিমন্ত্রণে আইলে যাইবে না ভেটিয়া। রাজা জিজ্ঞাসিলে আমি কি বলিব গিয়া॥ তোমার গমন ইথে সভে জ্ঞাত হৈল। লোকে বলিবেক সে কৃষ্ণেরে ভেটি গেল। হেন অপকীর্ত্তি মোর চাহ করিবারে। বিশেষ এ কর্ম্ম যোগ্য না হয় তোমারে॥ এইরূপে পথে দুহে কথোপকথনে। উত্তর দ্বারেতে উত্তরিলা দুই জনে॥ উত্তর দ্বারেতে দ্বারী কামের নন্দন। গোবিন্দে দেখিয়া আসি করিল বন্দন॥ কৃষ্ণ বৈলা যাব আমি রাজার গোচরে। ধর্ম্মরাজে ভেটাইব রাক্ষস-ঈশ্বরে॥ অনিরুদ্ধ কহে দেব রহ মুহূর্ত্তেক। এই ক্ষণে মাদ্রীর নন্দন আসিবেক॥ তার হাতে জানাইব রাজার গোচর। অজ্ঞা হৈলে লৈয়া যাহ রাক্ষস-ঈশ্বর॥ গোবিন্দ বলিলা তুমি না জান জ্ঞেহারে। ক্ষণেক উচিত নহে রাখিতে দুয়ারে॥ রাবণের সহোদর লঙ্কার অধিপতি। রাক্ষসের ঈশ্বর ব্রহ্মার পডি নাতি॥ এত শুনি হাসি বলে কামের নন্দন। কেন হেন কহ দেব জানিয়া কারণ॥ অবধানে দেখ দেব যতেক নৃপতি। অনেক দিবস এই দ্বারে কৈল স্থিতি।