পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস–১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। &b~Ꮼ প্রাগেদশপতি দেখ রাজা ভগদত্ত। নব কোটি রথ সাত কোটী গজ মন্ত॥ বিংশতি শতেক রাজা ইহার সংহতি। ঐরাবত সম যার আরোহণ হাতী॥ নানা রত্ন করজাত সংহতি লইয়া। বহুদিন দ্বারে আছে বারিত হইয়া॥ বাহিলক বৃহস্ত আর সুদেব কুন্তল। সিংহরাজ মুশর্ম্ম লোহিত মহাবল। কামোদ কাশ্মীর-রাজ নাম সেনাবিন্ধু। ত্রিগর্ত্ত দরদ শিব মহারাজ সিন্ধু॥ এ সভার সঙ্গে রাজা ষড় পঞ্চাশত। ত্রিশ কোটি মন্ত হস্তী ত্রিশ কোটি রথ। যে দেশে নাহিক শক্তি বিহঙ্গম যাইতে। সে সকল রাজা দেব দেখহ দ্বারেতে॥ নানা রত্ন কর লৈয়া দ্বারে সভে আছে। মাসেক অবধি হৈল কেহ নাহি পুছে ৷ পুত্র পৌত্র ব্রহ্মার আস্তাছে কত জন। প্রপৌত্র যত আইল কে করে গণন॥ ইন্দ্র চন্দ্র জলেন্দ্র (১) কৃতান্ত দিনকর। দেব-ঋষি ব্রহ্ম-ঋষি আইল বিস্তর। চিত্ররথ তন্থর গন্ধর্ব্ব হাহাহহ। বিশ্বাবস্তু সহ আইল বিদ্যাধর বহু॥ যক্ষ-রাজ সহ আইল কত লৈব নাম। আসিয়াছে আসিতেছে নাহিক বিরাম ৷ দুই এক দিন সভে দ্বারেতে রহিল। রাজ-আজ্ঞা পাইয়া তবে সম্ভাষণে গেল। বিনা আজ্ঞা ছাড়ি দিলে দুঃখ পাই পাছে। রাজ-দ্রোহী কর্ম্মেতে অনেক দোষ আছে ৷ দোষাদোষ বুঝিতে ভীমের অধিকার। বুঝিয়া করহ দেব যে হয় বিচার॥ মোর শক্তি বিনা আজ্ঞা না ছাড়িব দ্বার॥ (১) জলেন্দ্র = জলাধিপতি = বরুণ।