মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাদ্ধ। &b~☾ লক্ষ লক্ষ ভাণ্ডার পর্বত সমসর। কনক রজত মুক্ত প্রবাল পাথর। বসন কীটজ চীর লোমজ কপজ (১)। কস্তী দশন হস্তী শৃঙ্গ অশ্ব গজ। চতুর্দ্দিগে হৈতে আসিছে বনে ঘন। আষাঢ় শ্রাবণে যেন হয়ে বরিষণ ৷ দারিদ্র্য ভিক্ষুক দ্বিজ ভট্ট আদি যত। বিছরের সন্মতে দিতেছে অনুব্রত॥ যত আইসে তত দান দিতেছে সকল। পুনঃ আইসে যায় যেন জোয়ারের জল। কত জনে কত দেই নাহি পরিমাণ। নিদারিদ্র্য হৈল ক্ষিতি পাইয়া মহাদান ৷ উনশত ভাই সহ নিজ পরিবার। দুর্য্যোধন রাজা রাখে পশ্চিম দুয়ার॥ গোবিন্দেরে দেখিয়া বলয়ে দুর্য্যোধন। কহ কোন হেতু দাণ্ডাইলা নারায়ণ॥ গোবিন্দ বলিল ঞিহো লঙ্কার ঈশ্বর। যাইতে বারণ করে তোমার কিঙ্কর ৷ দুর্য্যোধন বলে কৃষ্ণ নাহি তার দোষ। আপনি জানহ তুমি ভীমের আক্রোশ ৷ হের দেখ জগন্নাথ দ্বারেতে আছয়। পশ্চিম ভিতেতে যত বৈসে রাজচয়॥ শিরসি দেশের রাজা দেখহ রোহিত। সাত শত বীরবর ইহার সহিত ৷ পঞ্চ কোটি হস্তী সঙ্গে দশ কোটি রথ। যার সৈন্তে যুড়িয়াছে দশ ক্রোশ পথ॥ নানা যান করিয়া বিবিধ রত্ন লৈয়া। দ্বারেতে আছয়ে দেখ বারিত হৈয়া॥ মালব-নৃপতি দেখ পুষ্কর-নৃপতি। পঞ্চ শত যোদ্ধা আছে ইহার সংহতি। এক কোটি গজ আর রথ সপ্ত কোটি। কত অশ্ব আনিয়াছে নাহি চলে দৃষ্টি। (১) কাপাসজ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।