পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাদ্ধ। やb〜? সিংহাসন উপরে বসিলা নারায়ণ। হেন কালে আইলা তথা মাদ্রীর নন্দন॥ গোবিন্দেরে দেখিয়া করিল নমস্কার। ডাকি তারে কৃষ্ণ জিজ্ঞাসিলা সমাচার॥ দিন দুই নাহি হয় রাজ-দরশন। কহ শুনি সহদেব সব বিবরণ। সহদেব বলে শুন দেব দামোদর। তুমি গেলে আইলেন যতেক অমর॥ তদবধি নাহি হয়ে রাজ-দরশন। তব পদ দেখিতে আছয়ে সর্ব্বজন। দেব-বৃন্দ লইয়া আছয়ে দেব-রাজ। তুমি গেলে ভেটিবেক দেবের সমাজ। এত শুনি উঠিলা গোবিন্দ মহাশয়। সঙ্গেতে লইলা দেব নিকষী-তনয়॥ সভার ভিতরে প্রবেশিলা নারায়ণ। সভাগৃহে প্রবেশ। গোবিন্দেরে দেখিয়া নাম্বিলা দেবগণ। মণ্ডলী করিয়াছিলা বেদীর উপরে। কৃষ্ণে দৃষ্টি পড়িতে নাম্বিল বায়ুভরে। কথো দুরে পড়িলা হইরা কৃতাঞ্জলি। মহাবাত-ঘাতে যেন পড়িল কদলী ৷ দেবতা গন্ধর্ব্ব নাগ অপসর কিন্নর। দেব-ঋষি ব্রহ্ম-ঋষি যক্ষ খগ নর। একজন বিনা আর যে ছিল সভায়। কথো দূরে পড়িল হইল নম্র-কায়। শতেক সোপানোপর ধম্মের নন্দন। পঞ্চাশ সোপানেতে উঠিলা নারায়ণ॥ বিশ্বম্ভর নিজ-রূপ হৈলা চক্র-পাণি। কৃষ্ণের বিশ্বম্ভর মূর্ত্তিযেরূপ দেখিয়া মোহ হৈলা পদ্মযোনি৷ ধাৱণ। সহস্র মস্তকে শোভে সহস্ৰ বদন। সহস্র মুকুট মণি কিরাট ভূষণ। দ্বিসহস্ৰ কর্ণে শোভে দ্বিসহস্ৰ কুণ্ডল। দ্বিসহস্ৰ নয়ন রবি সিহস্ৰ মণ্ডল ৷