মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাদ্ধ। やb〜? সিংহাসন উপরে বসিলা নারায়ণ। হেন কালে আইলা তথা মাদ্রীর নন্দন॥ গোবিন্দেরে দেখিয়া করিল নমস্কার। ডাকি তারে কৃষ্ণ জিজ্ঞাসিলা সমাচার॥ দিন দুই নাহি হয় রাজ-দরশন। কহ শুনি সহদেব সব বিবরণ। সহদেব বলে শুন দেব দামোদর। তুমি গেলে আইলেন যতেক অমর॥ তদবধি নাহি হয়ে রাজ-দরশন। তব পদ দেখিতে আছয়ে সর্ব্বজন। দেব-বৃন্দ লইয়া আছয়ে দেব-রাজ। তুমি গেলে ভেটিবেক দেবের সমাজ। এত শুনি উঠিলা গোবিন্দ মহাশয়। সঙ্গেতে লইলা দেব নিকষী-তনয়॥ সভার ভিতরে প্রবেশিলা নারায়ণ। সভাগৃহে প্রবেশ। গোবিন্দেরে দেখিয়া নাম্বিলা দেবগণ। মণ্ডলী করিয়াছিলা বেদীর উপরে। কৃষ্ণে দৃষ্টি পড়িতে নাম্বিল বায়ুভরে। কথো দুরে পড়িলা হইরা কৃতাঞ্জলি। মহাবাত-ঘাতে যেন পড়িল কদলী ৷ দেবতা গন্ধর্ব্ব নাগ অপসর কিন্নর। দেব-ঋষি ব্রহ্ম-ঋষি যক্ষ খগ নর। একজন বিনা আর যে ছিল সভায়। কথো দূরে পড়িল হইল নম্র-কায়। শতেক সোপানোপর ধম্মের নন্দন। পঞ্চাশ সোপানেতে উঠিলা নারায়ণ॥ বিশ্বম্ভর নিজ-রূপ হৈলা চক্র-পাণি। কৃষ্ণের বিশ্বম্ভর মূর্ত্তিযেরূপ দেখিয়া মোহ হৈলা পদ্মযোনি৷ ধাৱণ। সহস্র মস্তকে শোভে সহস্ৰ বদন। সহস্র মুকুট মণি কিরাট ভূষণ। দ্বিসহস্ৰ কর্ণে শোভে দ্বিসহস্ৰ কুণ্ডল। দ্বিসহস্ৰ নয়ন রবি সিহস্ৰ মণ্ডল ৷
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।