মহাভারত—কাশীদাস – ১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ৬৮৯ ব্রহ্মার দক্ষিণে দেখ যোগময় বেশ। ত্রিলোচন পঞ্চাননে প্রণমে মহেশ॥ কার্ত্তিক গণেশ দেখ তাহার পশ্চাতে। তব গুণে নমস্করে ধর্ম্ম তব তাতে॥ সহস্ৰ-নয়নে বহে ধাবা দুই গুণ। হের দেথ প্রণমিছে সহস্ৰ-লোচন॥ দ্বাদশ আদিত্য আর দেব শশধর। কুজ রোঁহির্ণেয় গুরু শুক্র শনৈশ্চর। রাহু কেতু অগ্নি বায়ু বস্তু অষ্ট-জন। মাস যোগ তিথি বার রাশি ঋক্ষগণ। দেব-ঋষি ব্রহ্ম-ঋষি রাজ-ঋষিগণে। প্রণাম করিছে সভে তোমার চরণে॥ যাম্যভিতে মহারাজ কর অবগতি। প্রণাম করিয়া পড়িয়াছে মৃত্যু-পতি॥ পশ্চিমেতে অবধান কর নর-বর। যোড়-করে পড়িয়াছে জলের ঈশ্বর॥ চারি সিন্ধু সহিত যতেক নদ-নদী। যতেক দানব দৈত্য অমর বিবাদী॥ হের দেখ মহারাজ সহ সহোদর। সহস্ৰ-মন্তক ধরে শেষ বিষধর। প্রণাম করিছে তোমা ভূমি-তলে পড়ি। সহস্ৰ-মস্তক ধূলি যার গড়াগড়ি ৷ উত্তরেতে মহারাজ কর অবধান। প্রণাম করিছে তোম যক্ষের প্রধান॥ যত যত রাজা আছে পৃথিবী-ভবন। তব যজ্ঞে সভাকার হৈল আগমন। হের দেখ প্রণাম করিছে চিত্ররথ। গন্ধর্ব্ব ধবল অশ্ব দিয়া চারি শত॥ গন্ধর্ব্ব কিন্নর যক্ষ অঙ্গরী অঙ্গর। গড়াগড়ি যায় দেখ ভূমের উপর। তার বাম-ভাগে দেখ রাক্ষসের শ্রেষ্ঠ। স্ত্রীরামের মৈত্র হয় রাবণ-কনিষ্ঠ। yo
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।