পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দনদাস মণ্ডলের মহাভারত। চন্দনদাস মণ্ডল পুরুষোত্তম মণ্ডলের পুত্র। ইনি নিজের যে বিবরণ দিয়াছেন, তাহা নিম্নে উদ্ধৃত হইল। কহিল চন্দন দাস করিয়া পয়ার। শুনিতে পরম ভক্তর জন্ম নাই আর॥ সভার চরণে আমি নিবেদন করি। অল্পজ্ঞান হঞো জাতি কি বলে তেজ করি॥ মুর্থমন্ত হই আমি জ্ঞান কিছু নাই। ভাল-মন্দ-বিচার মাত্র জানেন গোসাঞি॥ আগরি কুলেতে জন্ম নিবেদন করি। পিতামহ নারাণ দত্ত কহিয়ে গোচরি॥ পিতা পুরুষোত্তম দত্ত করি নিবেদন। আকুরোল গ্রামেতে বাস শুন সর্ব্বজন॥ দত্ত পদ্ধতি মোদের কেহো নাই জানে। মণ্ডল বলিয়া দেশে বলে সর্ব্বজনে॥ এই নিবেদন আমি করি সভার ঠাই। ভাল মন্দ দোষ মোর ক্ষমিবে সভাই॥ শ্রীশিবরাম নদী পুথি লিখন করিল। পুথির রচনা-কালে সঙ্গতি আছিল ৷ যে পুথি হইতে নিম্নের অংশ উদ্ধত হইল তাহার হস্তলিপি ১৫৪৩ শকের (১৬৩১ খৃঃ )। “বং ১০২৭ সাল। পুস্তক শ্রীগোপাল মণ্ডলের॥” প্রমীলার পুরে অর্জন। প্রমীলার সহিত অর্জনের যুদ্ধ। অর্জনের প্রমীলা-বিবাহ স্বীকার। তবেত প্রমীলা নারী হাতেতে দর্পণ করি দেখে রামা আপনা বদন। হাতেতে চিরণী লৈয়া কুন্তলেতে ভিজাইয়া করে রাণী কেশের মার্জন ৷ মার্জনা করিয়া কেশে লোটন (১) বান্ধিল পাশে তাহে দিল মুকুতার দাম। (১) এক প্রকার খোপার নাম।