মহাভারত–চন্দনদাস মণ্ডল—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। Sసి(t কপালে সিন্দুর পরি চন্দনের বিন্দু সারি। মন্দ মন পড়ে তার ঘাম॥ তিলফুল জিনি নাসা পীযুষ জিনিয়া ভাষা কহে বাক্য কোকিলের ধ্বনি। নয়নে অঞ্জন নিল স্বর্ণ-সিতি ভালে দিল তায় শোভে মুকুতা-গাথনি ৷ হাতে নিল সোণার কঙ্কণ। ঝলমল করে অনুক্ষণ ৷ কসিয়া কোমর বান্ধে অতি মনোহর ছন্দে অস্ত্র বান্ধে বহু যত্ন করি। জড়ির পটুক আনি কাকালে বান্ধিল রাণী পটি টাঙ্গী বন্ধে তারোপরি॥ পীঠেতে বান্ধিল তুণ কৈল তায় বাণে পূর্ণ শেল শূল মুষল মুদগর। বাটি ঝকড়া আনি বান্ধিলা প্রমীলা রাণী সাজ করি হইলা তৎপর॥ সাজিয়া প্রমীলা রাণী বাদ্যগণে ডাকি আনি বলে রামা মধুৰ বচন। সাজহ সকল জনে চল যাব পার্থ-রণে সভে গিয়া বাজাহ বাজন ৷ শুনি প্রমীলার কথা ভূমে লোটাইয়া মাথা নিজ-গৃহে করিল গমন। ঢাক ঢোল দামা আনি কাংস্ত করতাল বেণী বাজে বাদ্য ব্যাল্লিস বাজন ৷ বাদ্য শুনি সেনাগণ চাপিয়া নিজ-বাহন চলে সভে রাজ-সন্নিধান॥ দেখিয়াত সৈন্তাগণে প্রমীলা হরিষ মনে চলে নারী লৈয়া সৈন্তাগণ॥ বাহির হইল নারী কৃষ্ণচন্দ্রে পূজা করি সিংহনাদ করে নারীগণ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।