পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯৮ পরিণয়ের ইচ্ছ॥ বঙ্গ-সাহিত্য পরিচয়। দেখিয়া প্রমীলা নারী হাতে বায়ু অস্ত্র করি বাণ এড়ি হাসে খল খল। বায়ুবেগে বাণ যায় ঝড়ে সব জল খায় মুহূর্ত্তেকে নিবারিল জল ৷ সব জল উড়াইল সৈন্ত্যগণ প্রাণ পাল্য দেখি রামা হরষিত হন। এক বারে পাচ বাণ করি রামা সন্ধান বিন্ধে রাণী করিয়া যতন॥ পার্থেরে মারিল নারী বাণ কাঢ়িবারে নারি পার্থ বীর অচেতন হৈল। দেখিয়া প্রমীলা নারী বলে তীরে ধীরি ধীরি শয্যা তেজি উঠ মহাবল॥ বলেতে নারিবে তুমি নিশ্চয় বলিএ আমি মোরে বিভা কর মহাবীরে। পাণি-গ্রহণ কর্য ঘোড়া লয়্যা যাহ ফির্য তবে প্রাণ পাবে বীরবরে। ক্ষণেকে সম্বিং পায়্য উঠে বীর গা তুলিয়া ক্রোধ করি অস্ত্র নিল হাতে। মরিব তোমারে আজি বলিছেন বীর গর্জি বাণ লৈয়া যুড়িল ধনুতে॥ হেন কালে দৈববাণী শুনি পার্থ বীরমণি উহারে না মার কদাচন। জন্মিয়াত ঐ নারী ভজিয়াছে ত্রিপুরারি উহায় বর দিলা ত্রিলোচন॥ পার্থ পতি হব তোর বর দিলা দিগম্বর তেঞি তোরে বলিএ বচন। উহারে লয়ে তুমি শুন ওহে বীরমণি তোমার স্ত্রী না যায় খণ্ডন॥ স্ত্রী-হত্যা না কর তুমি বর দিল শূলপাণি তোর নারী প্রমীলা সুন্দরী। দৈববাণী শুনি বীর মনে হৈলা সুধীর বাথে বীর অস্তেরে সম্বরি॥