মহাভারত-বিশারদ—১৬১২ খৃষ্টাব্দ। Sసిసి হাসে বীর বলে বাণী শুনহ প্রমীলা রাণী তোরে বিভা করিব নিশ্চয়। যজ্ঞস্থত্র মোর করে ব্রতী পঞ্চ সহোদরে এখন বিভা উচিত না হয় ৷ ষজ্ঞ সমাধান হব তোরে বিভা করিব অৰ্জুনের বিবাহ এই বাক্য বলিএ তোমারে। স্বীকার। ইথে অন্ত্যমত নাহি নিশ্চয় জানিহ তুহি। এই বাক্য বৈল (১) পার্থ-বীরে॥ শুনিয়া প্রমীলা নারী আনন্দিত রথোপরি কর-ষোড়ে করিল প্রণাম। সর্ব্ব সৈন্ত লয়্যা রাণী নিজ-গৃহে সভা আসি সেই দিন কর্যাল বিশ্রাম॥ এই প্রমীলার কথা অপূর্ব্ব পাচলি গাথা শুন ভাই হয় এক মন। কষ্ণ-পদ-রেণু-আশে কহিল চন্দনদীসে ভজ ভাই অভয় চরণ॥ বিশারদের বিরাট-পৰ্ব। মহাভারতথানি সংস্কৃতানুযায়ী ঠিক অনুবাদ। যে পর্য্যন্ত পাঠ করা গেল তাহাতে নিজ কল্পিত কিছু দেখা গেল না। বিরাট-পর্বের পুণ্য-কথা অবধান। ইচ্ছা অনুসারে কহি কর অবধান॥ বেদ বহ্নি বাণ চন্দ্র শাকের প্রমাণে। চৈত্র গুরুদিনে পদ বিশারদে ভণে॥ “ অর্থাৎ ১৫৩৪ শক (১৬১২ খৃঃ)। নিম্নের অংশ রঙ্গপুর হইতে শ্রীযুক্ত হরগোপাল দাসকুধু মহাশয় সংগ্রহ করিয়াছেন। (১) বলিল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।