মহাভারত-বিশারদ–১৬১২ খৃষ্টাব্দ। Q e ) উত্তরক করিল আশ্বাস বচন। উদ্ধারিয়া নিব যত তোমার গোধন॥ রথে থাকি নগরক রাখিবে তোমার। মোর অঙ্গীকার আজি হৈবো এ প্রকার॥ ভুজে হইবে মোহর যে দুৰ্জ্জয় তোরণ। রথ-ঘোষ হৈবো ঘন ছন্দুভি-বাজন॥ অক্ষয় দুই টোন (১) আর রথ চিত্র দণ্ড। এহি হৈব তাহার দুর্গতি যত দণ্ড। বিবিধ যুদ্ধে তাক করিবো রক্ষণ। গাওঁীবের গুণে তাক করিবো ক্ষেপণ॥ এহি মতে নগরক করিবো রক্ষণ। নিবর্ত্তন করিবো যতেকে গোধন॥ একারণ ভয় পরিহর ভূমিঞ্জয়। এহি বাক্য বুলি মৌন হৈল ধনঞ্জয়॥ উত্তর বদতি মোর নাহি কোন ভয়। তোমার মহিমা শুনিয়াছো মহাশয়॥ যেমত বাস্তবদেব যেমত কেশব। তোমাক সেমতে মুঞি শুনিছে পাণ্ডব। কিন্তু একখানি মোর মনের সংশয়। চিন্তিয়া দুর্ম্মতি তার না পাঙ নির্ণয়॥ গন্ধর্ব্ব-রাজাক জিনি হুন্দর শরীর। শূলপাণি দেব যেন তুমি মহাবীর। উত্তম লক্ষণ তোমার আছয় সকলে। নপুংসক হৈলা তুমি কোন কর্ম্মফলে ৷ উত্তরের প্রশ্ন। অৰ্জ্জুন বদতি পূর্ব্বে কয়াচি (২) তোমাক। অবষ্টক কহো কিছু শুনহ তাহাক। যখন গিয়াচি আমি স্বর্গের মাঝার। নিবাত-কবচ জিনি আইল স্বরপুর। জর্জুনের উত্তর। অল্প কাজে উর্ব্বশী শপিল আমার। বামব খণ্ডেয়া কৈল একয় বৎসর॥ (১) টোন = তুণ। (২) কহিয়াছি |
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।