বঙ্গ-সাহিত্য-পরিচয়। গন্ধর্ব্ব সভাক আমি জিনিলো যখন। কাহাক সহায় আমি করিনো তখন॥ নিবাত-কবচ নামে মহাদৈত্যগণ। কালকঞ্জ পুনঃ ময় দানব দুজন॥ সবাকে একাএ আমি জিনিলো যখন। কাহাক সহায় আমি করিনো তখন ৷ খাণ্ডব-দহন-কালে দেব-দৈত্যগণে। ভয়ঙ্কর-সমর করিল মোর সনে॥ একাএ সমর আমি করিলো যখন। কাহাক সহায় আমি করিচি তখন। দ্রৌপদীর স্বয়ম্বর হইছে যখন। মোর সনে সংগ্রাম করিল রাজাগণ ৷ একাএ যুদ্ধত আমি জিনিল যখন। কাহাক সহায় আমি করিচি তখন ৷ গুরু দ্রোণ কৃষ্ণ কৃপ বরুণ পাবক। কুবের শিবক যমরাজ বাসবক। উপাসনা করি মুঞি পাইল অস্ত্রগণ। একায়ে সংগ্রাম মুঞি করিব এখন॥ শ্রীনাথ ব্রাহ্মণের মহাভারত। ইনি কোচবিহারের মহারাজ প্রাণনারায়ণের আজ্ঞায় সমগ্র মহাভারতের পদ্যানুবাদ রচনা করেন। রত্নপৃষ্ঠে মহারাজা প্রাণনারায়ণ। জঙ্গম জল্পীশ যাক বোলে সর্ব্বজন॥ সেহি দিন মদন দেব ভোগে পুরন্দর। বিশ্বসিংহকুল কুমুদিনী দিবাকর॥ “ শ্রীনাথ ব্রাহ্মণ এক উপাসক তার। স্বাদি পর্ব্ব ভাৰতের বচিল পয়ার॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।