পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

96 Jు অশ্বথামার শিরোমণি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অন্যায় সমরে বধিলে মোর স্থত। অশ্বথামা দ্বিজ হৈল মোখে (১) যমদূত। নিদ্রা যায় পুত্র মোর আপন মন্দিরে। পাপিষ্ঠ অশ্বথামা আসি মোর পুত্র মারে। ধিক্ যাউক বৃকোদর তোমার বাহুবল। তোম। বিদ্যমানে মৈল বান্ধব সকল॥ জ্ঞাতি বন্ধু পুত্র মারি রাজ্যের অভিলাষে। ধিক ছার থাকুক তোমার জীবনের আশে॥ পুত্র-শোক ভীম মোর দহিল হৃদয়। পুড়িব শরীর আমি শুন মহাশয়॥ কি কারণে প্রাণ ধরে বীর ধনঞ্জয়। কি কারণে প্রাণ ধরে ধর্ম্মের তনয়॥ অশ্বথামা বীর মোর হৈল কালানল। পুত্র-শোকে সুভদ্রা বড়ই বিকল ৷ অশ্বথামার শিরোমণি হাতে পাঙ যবে। মোর হৃদয়ের তাপ পলাইবে তবে॥ যদিবা আমাক শ্রদ্ধা থাকয়ে তোমায়। অশ্বথামার শিরোমণি দেখাহ আমায়॥ স্বামী যার জীয়ে তার মনোরথ হয়। অশ্বথামার শিরোমণি অগনি দেহ মহাশয়॥ নহে স্ত্রীর বধ দিব তোমার উপর। (২) কহিলাম নিশ্চয় কথা শুন বৃকোদর। দ্রৌপদীর করুণ শুনিয়া ভীমসেন। অগ্নির উপড়ে ঘৃত ঢালি দিল যেন॥ দৰ্প করে ভীমসেন শুনে যাজ্ঞসেনী। আজি রণে কাটিব অশ্বখামার শিরোমণি॥ অশ্বথামার শিরোমণি আনিতে যবে মারো। তবে ভীমসেন নাম অকারণে ধরে॥ এত বলি মহাকোপে শোষয়ে শরীর। কালান্তক যম যেন বৃকোদর বীর॥ (১) মোকে, আমার প্রতি। (২) অশ্বথামার শিরচ্ছেদন করিয়া তাহার শিরোমণি আমাকে আনিয়া দাও, নতুবা আমি প্রাণত্যাগ করিব এবং এই স্ত্রীহত্যার ভাগী তুমি হইবে।