업이 যুধিষ্ঠিরের জন্য শোক দ্রৌপদীকে লক্ষ্য করিয়া। ভীমাৰ্জুনের প্রতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভূত্য বন্ধুগণ কান্দে অনেক নৃপতি। আমাক ছাড়িয়া প্রভু যাও কোন ভিতি॥ নটে ভাটে ব্রাহ্মণে কাদন্ত (১) উচ্চ করি। কি কারণে রাজ্যভার যাও পরিহরি॥ নারী সব কান্দে পাণ্ডবের মুখ চাই। হস্তী ঘোড়া পদাতিক কাদন্ত ঠাই ঠাই॥ অটবীর পক্ষী কান্দে বনে রাখোয়াল (২)। তীর্থবনে কান্দে বেড়ি সন্ন্যাসী সকল॥ নদী তীর্থক্ষেত্র গ্রাম গৃহ বাহিরত। গলা বান্দি কান্দে নর নারী সভে শত॥ হে যুধিষ্ঠির বাপু যাহু কোন ঠাই। নগরত রৈবে। আমি কার মুখ চাই॥ দীর্ঘ-নাসা গৌর-বর্ণ প্রসন্ন-বদন। করি-কর-সম-বাহু মধুর-বচন॥ লক্ষেক নৃপতি যার চরণ সেবয়। হেন যুধিষ্ঠির রাজা ভূমি-পায় (৩) যায়। হার তাড় স্বর্ণ বস্তু নুপুর কঙ্কন। ইহাক (৪) ছাড়িয়া লৈল মলিন-বসন॥ চন্দ্র সূর্য্য নাহি দেখে যার নখপাতি। হেনয় দ্রৌপদী মাও যায় কোন ভিতি॥ পদ্মক অধিক যার চরণ কোমল। হাটিতে কঙ্কাল হানে স্তন ছিরিফল (৫)॥ বিম্ব জিনি ওষ্ঠ দুই মুখ সুধাকর। অনিন্দিত ভুরু দুই ধনু মদনর॥ মৃণাল-সদৃশ বাহু গজেন্দ্র-গামিনী। যাহার চরণ সেবে লক্ষেক কামিনী॥ ভূমি-পায় হাটি যায় রাজা পাটেশ্বরী। হেন দ্রৌপদীক দেখিয়া কান্দে নর-নারী॥ গজেন্দ্র সমান তনু দুৰ্জ্জনের কাল। ধরণী কম্পয় যদি করয় আস্ফাল॥ (১) ক্রনন করে। (২) রাখাল। (৩) পদব্রজে। (৪) এই সমস্ত। (৫) শ্রীফল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।