পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হস্তীর পতন। দুর্য্যোধনের পলায়ন। দ্রোণের যুদ্ধ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখি যত যোদ্ধগণ ভয়ে সশঙ্কিত মন ংগ্রাম হইল ঘোরতর। তবে ক্রোধে বায়ু-মুত দেখি যেন যম-দূত গদা প্রহারিল করি-মুণ্ডে। বজ্রাঘাতে যেন গিরি তেন মত পড়ে করী শরীর হইল খণ্ডে খণ্ডে॥ ভয়েতে কম্পিত মন এক লাফে দুর্য্যোধন হস্তী ছাড়ি পড়িল ধরণী। গদা করি দুই করে প্রহারিল বৃকোদরে বজের সমান শব্দ শুনি॥ গদাঘাতে বৃকোদর ক্রোধে কাপে থর থর নিজ গদা ধরে দৃঢ় মুষ্টি। স্বর্য্যের সমান মূর্ত্তি যুগান্তের সমবৃত্তি ংহার করিতে যেন স্বষ্টি॥ মহাক্রোধে বৃকোদর মারে গদা ঘোরতর দুর্য্যোধন রাজার উপর। গদাঘাতে দুর্য্যোধন অঙ্গ কাপে ঘনে ঘন পলাইল তেজিয়া সমর॥ দুর্য্যোধন ভঙ্গ দেখি বৃকোদর হৈল সুর্থী সংহারিল বহু সেনাগণ। সৈন্ত হৈল্য অস্থির দেখি ক্রোধে দ্রোণ বীর শীঘ্রগতি আইল্যা ততক্ষণ॥ আকর্ণ পূরিয়া দ্রোণ রাখে দিব্য অস্ত্রগণ বিন্ধিলেক ভীমের হৃদয়। মূৰ্ছিত হইল বীর অঙ্গেতে বহিছে নীর পলাইল পবন-তনয়॥ পলাইল ভীমসেন দেখি আনন্দিত দ্রোণ বাণ-বৃষ্টি করে মহাবীর। শত শত সেনা পড়ে কদলী যেমন ঝড়ে - যোদ্ধগণ হইল অস্থির॥ তবে ক্রোধে ধনঞ্জয় দেখি সৈন্ত অপচয় শীঘ্র আইল্যা দ্রোণের সম্মুখ।