পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፄ »8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিশ্বাস করিয়া মোরে কহে দ্রোণ-ধনুৰ্দ্ধরে মোর বাক্য সত্য হেন জানি॥ যদি মোর যায় প্রাণ শুন প্রভু ভগবান মিথ্যা কথা নারিব কহিতে। - রাজ্যে মোর নাহি কায সকলে পড়ুক বাজ (১) নিবেদিলাম তোমার সাক্ষাতে॥ কেমতে কহিব মিথ্যা যুক্তে নহে এই কথা যদি মোর হয় সর্ব্বনাশ। বিশ্বাস-ঘাতকী করি কেমতে কহিব হরি মহাপাপ ঘাতকী বিশ্বাস॥ পুনঃ কহে নারায়ণ কহি শুনহ রাজন প্রকার (২) করিয়া কহ দ্রোণে। অশ্বথামা হত জানি আমি কহি সত্য বাণী ইতি গজ পড়ে গেল রণে॥ পুনরপি যুধিষ্ঠির শুন প্রভু যদুবীর তথাপিহ অধর্ম্ম বিস্তর। মিথ্যা যদি বলি আমি হইব নরকগামী উদ্ধারের বলহ উত্তর॥ এত শুনি বৃকোদর ক্রোধে কাপে থরথর কহিতে লাগিল ততক্ষণ। হইয় যে সত্যগামী সকল নাশিলে তুমি তব সত্যে হইল এমন॥ অধর্ম্ম করিলে যদি হয় লোক অধোগতি কি করিল রাজা দুর্য্যোধন। অভিমন্ত্র্য গেল রণে বেঢ়িআত যোদ্ধগণে এক শিশু করিল নিধন॥ আমার বচন শুনি কহ তুমি নৃপমণি এই কথা স্বরূপ বচন॥ মোরে যদি পুছে দ্রোণ কহি আমি এই ক্ষণ পুনঃ পুনঃ এক শত বার। এত বলি বৃকোদর কহিছেন সত্বর অশ্বথামা হত সারোদ্ধার॥ ভীমের মিথ্যা কথা। (১) আমার সমস্ত দ্রব্যে বজ্র পতিত হউক; সকল নষ্ট হউক। (২) কৌশল।