পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত-নন্দরাম দাস-১৬৬৩ খৃষ্টাব্দ। ፃ »¢ শুন দ্রোণ-ধনুৰ্বরে আজিকার সমরে মম হস্তে অশ্বথামা হত। কহিল স্বরূপ বাণী নিশ্চয় জানিহ তুমি এই কথা নহে অন্ত মত॥ এত শুনি কহে দ্রোণ প্রত্যয় না হয় মন তোমার বচনে বৃকোদর। হত যদি মোর পুত্র তবে আমি জানি সত্য যদি কহে ধর্ম্মের কুঙর। এত শুনি নারায়ণ হৈল ক্রোধিত মন কহিলেন রাজা যুধিষ্ঠিরে। শুনি ধর্ম্মের নন্দন হইলা দুঃখিত মন কহিলেন দ্রোণের গোচরে॥ অশ্বথাম হৈল্য নাশ ইতি গজ সত্য ভাষ জানি আমি স্বরূপ উত্তর। এত বলি যুধিষ্ঠির শুন প্রভু যদুবীর তথাপিহ অধর্ম্ম বিস্তর॥ পুনরপি কহে দ্রোণ সত্য কহ হে রাজন অশ্বথামা হইল বিনাশ। কহিল ধর্ম্মের স্বত অশ্বথামা হুৈল্য হত যুধিষ্টরের মুখে মিথন ইতি গজ সত্য এই ভাষ। কথা। পুনঃ পুনঃ কহে দ্রোণ কহ ধর্ম্মের নন্দন এই কথা স্বরূপ উত্তর। লঘু শব্দে নৃপমণি কহে ইতি গজ বাণী পুনঃ পুনঃ দ্রোণের গোচর॥ যুধিষ্ঠির মুখে শুনি সত্য হেন দ্রোণ জানি জোশের শোক। পুত্র-শোকে হইলা আকুল। ধনু ধরি বামকরে কান্দে দ্রোণ-ধনুৰ্দ্ধরে লোহে (১) ভিজে অঙ্গের দুকুল ৷ পুত্র-শোকে দ্রোণাচার্য্য হইলেন হতধৈর্য্য চেতন হরিল ধনুৰ্দ্ধর। কণ্ঠ-তলে ধনু রাখি কান্দে দ্রোণ হয়্যা দুঃখী অশ্র পড়ে গুণের উপর। (১) আশ্রতে।