পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳչԵ o বঙ্গ-সাহিত্য-পরিচয়। কন (১) কুলে উদ্ভব কেমন বংশে জন্ম। কি কারণে আসিয়াছ কহ দেখি মর্ম্ম॥ তোমারে দেখিঞা বড় তুষ্ট হইলাঙ আমি। যে মাগিবে তাই দিব মাগি লেহ তুমি॥ শুনিয়া রাজার বোল ধর্ম্মের নন্দন। কহিতে লাগিল আমি জাতি যে ব্রাহ্মণ॥ বৈরাগ্য আমার গোত্র কঙ্ক ধরি নাম। দৃতেতে নিপুণ আমি অতি অনুপম ৷ দ্যায় শাস্ত্রে পৌরাণিক সকলের জ্ঞাত। প্রবাল মাণিকের মূল্য জানি ভাল মত | বিরাট বলেন আমি কহি তব আগে। ব্রাহ্মণ হইবে তুমি মনে নাহি লাগে। ক্ষেত্রীর পালক-যোগ্য দেখি যে তোমায়। রাজ-চক্রবর্ত্ত হবে বুঝি অভিপ্রায়॥ শুনিঞা ধর্ম্মের পুত্র কহে আর বার। আমিহ ছিলাম সখা যুধিষ্ঠির রাজার। তাহাতে আমাতে ভেদ কিছু মাত্র নাঞি। দ্যুতে হারি রাজ্য-চু্যত হৈল পঞ্চ ভাই॥ শক্র নিল রাজ্য ধন গেল বনবাসে। তাহারে খুজিয়া আমি বুলি দেশে দেশে॥ তব নাম যশঃ গুণ শুনিএ শ্রবণে। কৃপা করি রাখ যদি থাকি তব স্থানে॥ শুনিয়া আনন্দ বড় হৈলা মৎস্ত-রাজ। এমন মানুষে আমার বত্ব কায॥ আমার সভাতে তুমি থাকহ গোসাঞি। যেন আমি তেন তুমি ইথে অন্ত নাঞি॥ মোর যত পাত্র মন্ত্রী সেবিব তোমারে। তব প্রভু পণ কৈল সভার ভিতরে॥ ধর্ম্ম বলে শুন রাজা আমার বচন। হবিষ্য-আহারী আমি ভূমেতে শয়ন। (১) কোন ৷