পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২০ সকুল। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কহ কি কারণে আইলে কহ কিবা নাম। দেখিয়া বিস্ময় লাগে কথা তব ধাম॥ ছদ্মরূপ ধরিয়াছ হইয়া রমণী। ভস্ম আচ্ছাদনে যেন থাকয়ে আগুনি॥ মেঘে যেন দিবাকর দেখি আচ্ছাদিত। তেজে বীর্য্যে রূপে গুণে দেব-সন্তবিত॥ কোন দেবতার পুত্র ছদ্মরূপ ধরি। আইলে আমার কাছে বুঝিতে না পারি। অর্জন বলিল রাজা শুন সাবহিতে। নৃত্য গীতে আমা সম নাহি পৃথিবীতে॥ বৃহন্নলা নাম মোর হৈল নপুংসক। গীত বাদ্য তাল মান জানিয়ে নর্তক॥ রাজা বলে প্রবঞ্চনা না কর আমারে। এ কর্ম্মের যোগ্য নহে মনে নাহি ধরে॥ অৰ্জুন বলেন রাজা মিথ্যা নাহি বলি। পাণ্ডবের ভার্য্যা ছিল নামেতে পঞ্চালী॥ তাহার গায়ন ছিলাম বহুকাল অবধি। পাণ্ডব বিপিনে গেলা সঙ্গেতে দ্রৌপদী॥ চিরকাল যথাসুখে ছিলাম তথায়। দেশে দেশে খুজিয়া বেড়াই তা সভায়॥ আইলাম তব কাছে নাম যশঃ শুনি। মোরে যদি রাখ তবে হেথা থাকি আমি৷ এত শুনি কহেন বিরাট দণ্ডধারী। উত্তর নামেতে আছে আমার কুমারী। আর যত কন্যাগণ আছএ সকলে। নৃত্য গীত সভাকে শিখায় কুতূহলে ৷ এত বলি মৎস্ত-রাজা রাখিল তাহারে। বৃহন্নলা হয়্যা পার্থ রহে অন্তঃপুরে॥ কথো ক্ষণে নকুল অশ্ব-বৈদ্য হয়্যা। বিরাট-রাজার কাছে উত্তরিলা গিয়া॥ নৃপতিকে সম্ভাষিয়া দাণ্ডাল্য নিকটে। সভামধ্যে দাণ্ডাইল করি করপুটে।