মহাভারত-সারল কবি–১৭শ শতাব্দী। ৭২৫ শুনিঞা সুদেষ্ণ রাণী করিলা স্বীকার। তবে মহামুখে থাক নিকটে আমার।, এইরূপে যাজ্ঞসেনী তথায় রহিল। সৈরিন্ধীর বেশেতে স্থদেষ্ণা বশ হৈল। অন্তঃপুরে নারীগণ পাইলা বড় প্রত। সদাই থাকয়ে কৃষ্ণ সুদেষ্ণা-সহিত॥ পুষ্পমালা গাথি দেই চন্দন ঘসিরা। যখন যে বলে থাকে আজ্ঞাবর্ত্তী হৈয়া॥ বড়ই সন্তোষ রাণী হইল তাহাতে। তিল আধ না রহিলে না পারে রহিতে॥ কঙ্ক নামে যুধিষ্ঠর বিরাট সভায়। ধর্ম্ম-শাস্ত্র বিচারেতে আছেন তথায়॥ করেন দেবল ক্রীড়া নৃপতির সনে। মৎস্ত-রাজ বড়ই সম্প্রীত পাইল মনে॥ ভীমসেন আছয়ে হইয়া স্থপকার। অমৃত-সিঞ্চিত অন্ন রন্ধন যাহার॥ ভোজনে হইলা বশ রাজা-আদি করি। ধন্ত যে বল্লভ দ্বিজ যাই বলি হারি॥ নপুংসক বেশে পার্থ হয়্যা বৃহন্নলা। উত্তরাদি কন্যাগণে মোহিত করিলা॥ নৃত্য গীত তাল বান্তে যত কস্তাগণে। পাওবাগমনে রাজ্যের ধনঞ্জয়-গুণে বশ হইল মগনে॥ কুশল। আছএ নকুল অশ্বগণের পালনে। দুষ্টপনা রোগ তারা কভু নাহি জানে॥ শস্ত-পূর্ণ ক্ষিতি হৈল সত্যবাদী লোক। ধনবান প্রজা হৈল নাহি জানে শোক। বৃক্ষগণে ফল ফুল হইল বহুতর। সুগন্ধী শীতল বায়ু বহে নিরন্তর॥ এইরূপে ছয় জন আছএ আজ্ঞাতে। পাণ্ডব বলিয়া কেহ না পারে লখিতে (১)॥ (১) লক্ষ্য করিতে=চিনিতে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।