পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। প্রাণ স্থির নহে মোর কহিলাঙ তোমারে। না জানি কি হৈল আজি শত্রুর ভিতরে॥ রথ চালাইয়া দেহ অতি শীঘ্রতর। রাজারে দেখিয়া সুস্থ হব কলেবর॥ কৃষ্ণ বৈল ধনঞ্জয় না গুণিহ রিষ্ট। সুকুমার অভিমনু্য সভাকার ইষ্ট॥ এতেক বলিয়া প্রভু প্রবোধে অৰ্জ্জুনে। রথ চালাইয়া দিলা পবন-গমনে॥ শিবির-নিকট উত্তরিলা ধনঞ্জয়। বিপরীত দেখি সব অমঙ্গলময়॥ অন্ধকার করিয়া বস্তাছে সভায়। হয়্যা আছে শোকাকুল সর্ব্বজন তথায়॥ অৰ্জ্জুন বলেন কৃষ্ণ দেখি বিপরীত। মোরে দেখি সভে কেনে হয় একভিত॥ আজি যোদ্ধাগণ দেখি শোকাকুল মন। ভূমেতে বস্তাছে সভে তেজিয়া আসন॥ এ সব দেখিয়া মোর স্থির নহে মন। কিসের কারণে কহ প্রভু নারায়ণ॥ এতেক বলিয়া গেলা শিবির-ভিতরে। রোদন করয়ে রাজা ধন্মের কুমারে॥ অধোমুখ করিয়া বসিয়াছে সর্ব্বজন। অভিমনু নাহি দেখি কিসের কারণ॥ প্রাণের সদৃশ মোর অভিমন্ত্র্য বীর। না দেখিয়া তারে মোর প্রাণ নহে স্থির॥ অৰ্জ্জুন বলিল ভাম কহ বিবরণ। অভিমনু নাহি দেখি কিসের কারণ॥ কোথা গেলা অভিমমু্য কহ বৃকোদর। তারে না দেখিয়া মোর কঁাপিছে অন্তর॥ এতেক শুনিয়া বীর উত্তর না দিল। অধোমুখ করি সভে বসিয়া রহিল ৷ উত্তর না পাইয়া পার্থ শোকাকুল হৈল। লোচনের জলে ভাসে অঙ্গের হুকুল ৷