৭৩২ কুমুদ্বতীর প্রার্থনা। বঙ্গ-সাহিত্য পরিচয়। এক আখি এক ভুজ চরণ বয়ান। আনহ দক্ষিণ অঙ্গ মোর বিদ্যমান ৷ মুখ্য মহাদেবী-পুত্রে চিরিবে শরীর। বেদনায় সকাতর নহে মহাবীর। (১) পাচ রাত্রি রাখো মুঞি তোমার কুমার। (২) যদি অৰ্দ্ধ-অঙ্গ আনি দেহত রাজার। না পাইলে ছয় দিনে করিব ভক্ষণ। এই ত আমার কথা শুনহ রাজন। শুনিয়া বিপ্রের কথা হৃষ্ট নৃপবর। ধন্য ধন্ত দেহ মোর জীবন সফল। কৃষ্ণ আমা বঞ্চিয়া না দিলা দরশন। দেহ-দান কৃষ্ণতে করিমু সমৰ্পণ। মেদ-মাংস-বিষ্ঠা-মূত্র-শিরা-চর্ম্মময়। অমেধ্য সকল দেহ কেহ শুচি নয়॥ প্রাণ গেলে মৃত দেহ স্বজনে না রাখে। হেন দেহ মাগে বিপ্র আমার সমুখে॥ রত্ন-ঘট করহ দেহ দ্বিজ রক্ষা করি। ভূমেতে বসিলা সিংহাসন পরিহরি। গঙ্গাজল শিরে বিষ্ণু-পাদোদক লইয়া। শরীর-দান সঙ্কল্প করিল শুদ্ধ হইয়া। চন্দ্রধ্বজ পুত্র আনি রাণী কুমুদ্বতী। ব্রাহ্মণের কথা তারে কছেন নরপতি ৷ দুঃখিত হইয়া দেবী বলে কাকু বাণী। অৰ্দ্ধ অঙ্গ আমি বটি শুন নৃপমণি॥ স্ত্রী-দেহ সুকোমল পুষ্টি রক্ত-মাংসে। আমার শরীরে তৃপ্তি ব্যাঘ্র সবিশেষে। মোর দেহ দিয়া বিপ্র রাখ নরপতি। পতিব্রতা ধর্ম্ম নাম রাখিয়া নৃপতি৷ (১) পাটরাণীর পুত্র রাজার শরীর চিরিয়া ফেলিবে, সে সময়ে রাজা বেদনার কোন চিহ্ন প্রকাশ করিতে পরিবেন না। (২) তোমার পুত্রকে আমি পঞ্চ রাত্রি পর্য্যন্ত রক্ষা করিব, ইহার মধ্যে যদি ময়ূরধ্বজের দেহাৰ্দ্ধ আনিয়া দিতে পার, তবে তোমার পুত্রকে ফিরাইয়া দিল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।