মহাভারত—অনন্ত first-saہد শতাব্দী | * දෘවර්ම অৰ্দ্ধ অঙ্গ স্ত্রী-দেহ সর্ব্ব শাস্ত্রে কয়। মোর দেহ-দীনে রাজার অৰ্দ্ধ অঙ্গ হয়। তামধ্বজ (১) বলে আমি যুবা মহাকায়। তাম্ৰধ্বজের কথা। আমার শরীর দিয়া রাখহ রাজায় ৷ রাজার অৰ্দ্ধেক অঙ্গ দেহত শার্দ্দল। আমি সর্ব্ব অঙ্গ দিলে প্রীত বহুল ৷ যজ্ঞ-হেতু রাজার রক্ষায় দেহ মন। আমার শরীর দিয়া রাখহ ব্রাহ্মণ। পিতৃ-যশ: রুদ্র দ্বিজ তিন রক্ষা দানে। জন্ম ধন্ত কর মোর পড়হু চরণে॥ রাজা বলে কুমুদ্বতী না হয় কাতর। পতি-ব্রতা ধর্ম্ম তোর হয় স্বগোচর। তাম্ৰধ্বজ আনি তারে বলেন নরপতি। অভিষিক্ত হইয়া দিহ যজ্ঞ-কার্য্যে মতি ৷ অবিরত কৃষ্ণ-ভক্তি রাখিহ হৃদয়। দেহ দ্বিজ-কার্য্যে দিহ এইত সময়॥ কাল-ব্যাজে মায়া-ব্যাপ্তি ধর্ম্ম হয় ক্ষীণ। এত বড় লাভে কেন হয় শক্তি হীন॥ স্নান করি তাম্ৰধ্বজ রাণী কুমুদ্বতী। নহিল কাতর হ্রহে রাজ-অনুমতি॥ স্নান করি বসিলা রাজা মহাহৃষ্ট মন। ধ্যান করি চিন্তে কৃষ্ণরূপে নিরঞ্জন॥ পরম কারুণ্য জীউ শরীর-মণ্ডলে। নিরন্তর বিষ্ণু থাকেন সহস্ৰেক-দলে। স্থির চিত্তে মগ্ন তাহে হইয়া নরপতি। চিরিতে শরীর শীঘ্র দিলে অনুমতি॥ চিরিতে লাগিলা দুহে করাতের ঘাতে। রাজদেহের ছেদন। ভ্রমিতে ক্রমধ্যে শির চিরিয়া ত্বরিতে॥ নাসার উপরে মাত্র আসিতে করাত। বাম চক্ষে নৃপতির হয় অশ্রুপাত॥ (১) তামধ্বজ =নীলধ্বজের পুত্র।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।