পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이SD8 ভগবানের প্রীতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অশপাত দেখি বিপ্র বলেন বচন। আর কার্য্য নাহি দেহ চির কি কারণ॥ পূর্ব্বে ব্যাঘ্র বলিল আমার গোচরে। দেহ-দান-কালে রাজা হয়ত কাতরে॥ তবে ত দক্ষিণ অঙ্গে নাহি মোর কায। শরীর-দান-কালে ক্রনদন মহারাজ॥ শুনিয়া হাসিল রাজা বিপ্রের বচন। শুন শুন দ্বিজবর মোর নিবেদন॥ চিরকাল এই দেহ রাখিল চেতনে। সর্ব্বদেহ সমৰ্পিব কৃষ্ণের চরণে॥ দ্বিজ-কার্য্যে সব্য-ভাগ কৃষ্ণাপণ হয়। বাম ভাগ ব্যর্থ হয় ব্রাহ্মণে না লয়॥ তেই বাম চক্ষুর জল পড়েত আমার। হরিষ দক্ষিণ অঙ্গ পুণ্য করিবার। এতেক শুনিয়া কৃষ্ণ হইলা অস্থির। চতুভূজ রূপ হৈয়া ধরিলা তার শির। শঙ্খ চক্র গদা পদ্ম কৌস্তুভ দ্বিপতি। ' শ্রীবৎস-লাঞ্ছন অঙ্গে বনমালা-জ্যোতিঃ॥ পীতবাস পরিধান গরুড় সহিত। ব্যক্ত হইয়া শিখিধবজে ধরিলা ত্বরিত॥ নিজ রূপ ধরে নাথ পাইয়া ধনঞ্জয়। ময়ূরধ্বজেরে কৃষ্ণ হইলা সদয়॥ রাজার শিরেতে কৃষ্ণ দিলা পদ্ম-হাত। ঘুচিল দারুণ রেখ করাতের ঘাত। কৃষ্ণের শরীর জিনে লক্ষ স্থর্য্য-কর। দৃষ্টিমাত্র জ্ঞান-শূন্ত হয় নৃপবর॥ বাহা অভ্যন্তরে কৃষ্ণ চিন্তিয়া ধেয়ানে। সর্ব্ব ভ্রম দূর হৈল কৃষ্ণ-দরশনে॥ জয়মিনি ভারত কৃষ্ণ-ভক্তির নিদানে। মিশ্র অনন্ত ভণে কৃষ্ণ আরাধনে .