রামচন্দ্র খাঁর মহাভারত। অশ্বমেধ-পর্ব্ব। বে পুথি হইতে এই অংশ উদ্ধৃত করা হইল তাহ ১৬৯০ শকে (১৭৬৮ খৃঃ) নকল করা হইয়াছিল। রামচন্দ্র খাঁ জাতিতে ব্রাহ্মণ ও লস্কর উপাধিযুক্ত ছিলেন। তাছার বাড়ী জঙ্গীপুর ছিল। র্তাহার পিতার নাম মধুস্তদন ও জননীর নাম পুণ্যবতী ছিল। ১৭১৪ শকে (১৭৯২ খৃঃ) এই গ্রন্থ শেষ হয়। “সে মুনি ভাগবতাঙ্গ সপ্তদশ শাকেন্দুরে। যুগন্তে পুরাণমালোক্য প্রাকৃত কথা প্রচারে।” এই সঙ্কেতের যে অর্থ আমরা বুঝিলাম তাহ দিলাম। অশ্ব লইয়া অর্জনের পূর-প্রবেশ ও মাঙ্গলিক অনুষ্ঠান। দুয়ারী কহিছে ধর্ম্মরাজের গোচর। যজ্ঞ-ঘোড়া সঙ্গে আল্যা পার্থ-ধনুৰ্দ্ধৱ ৷ ধর্ম্মরাজ বলে আমি যাইব আপনি। হেন কালে কহিতে লাগিলা চক্রপাণি॥ দীক্ষিত আছহ নহে যাইতে উচিত। আমি স্বায়া আনি ঘোড়া পার্থের সহিত॥ কহিয়াত শ্রীহরি আপনে চলিলা। রাজগণ মুনিগণ সংহতি লইলা। মুনি-পত্নীগণ সঙ্গে দ্রৌপদী আপনি। সর্ব্বদেশের স্ত্রীগণ আইলা তখনি ৷ নৃত্য গীত বাস্ত রঙ্গে বড় কুতূহলে। কুন্তী রোহিণী আদি আইলা সকলে। যুবক বালক বৃদ্ধ ঘরে না রহিল। খঞ্জ কর্ণ বধির কুক্ত শুনিঞা আইল। অৰ্জুনের সনে সভার হইল মিলন। হেনই সময়ে হৈল পুষ্প-বরিষণ। ব্রাহ্মণে পড়িছে বেদ আর ক্ষী যত। দধি দ্বত মধু ধান্ত দুর্ব্ব অক্ষত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।