পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9○○ বঙ্গ-সাহিত্য-পরিচয়। অর্জনের মাথে সভে দিল আশীর্ব্বাদ। ধর্ম্মরাজের যজ্ঞ পূর্ণ তোমার প্রসাদ॥ বকদালব্য মুনি আছে যজ্ঞ-ঘোড়া কাছে। সভাই চলিয়া গেলা যথা ধর্ম্ম আছে। ধর্ম্মরাজ-ব্যবহার সর্ব্ব রাজা দেখি। আপনাকে নিন্দে সভে হৈএ হেট-মুখী॥ ধূপ ধূম উঠিলা গে উপর আকাশে। অর্জন আইলা তবে ধর্ম্মরাজ-পাশে। প্রণাম করিল পার্থ ধরণী লোটায়্যা। দণ্ডাইয়া রহে পার্থ বুকে হাত দিয়া॥ যৌবনাশ্ব প্রণমিল যোড়ি দুই করে। অনুশাল্ব প্রণমিল বিনয় বিস্তরে॥ নীলধ্বজ প্রণমিল মানবৃদ্ধ রাজা। হংস ধ্বজ প্রণমিল করএ প্রশংসা॥ চন্দ্রহাস প্রণমিল হরি-কৃত পূজা। বৃষকেতু প্রণমিল মহাপুণ্যতেজঃ॥ বক্রবাহন প্রণমিল অৰ্জ্জুন-নন্দন। কৃষ্ণপুত্র প্রণমিল শাম্ব মহাজন॥ প্রত্যুম্ন আসিয়া কৈল চরণ-বন্দন। মহাদেবপুর-রাজা মধুলববন। তার পুত্র প্রণমিল নাম ত লক্ষ্মণ। বীর ব্রহ্মা প্রণমিল অগ্নির শ্বশুর। কোল দিল ধর্ম্মরাজ বলেন মধুর॥ দুঃশলার পুত্র নরোত্তম নারায়ণ। যুধিষ্ঠিরে প্রণমিল আনন্দিত মন। মান্ত অমান্ত যত বয়োবৃদ্ধ রাজা। ধর্ম্মরাজ করিলেন সভার ভক্তি-পূজা ৷ সকল রাজাকে কৈল অনেক আদর। সকল কর্য্যে নিযোজিল বীর বৃকোদর। কুন্তী দেবী ধনঞ্জয় বৃষকেতু দেখি। কোলে করি চুম্ব দিতে জলে ভাসে আখি॥