৭৩৮ বঙ্গ-সাহিত্য-পরিচয়। চণ্ডভান নীলধ্বজ মুনি সেই ধীর। নীলকণ্ঠ সুধাকণ্ঠ দুই মহাবীর॥ নারায়ণ বিশ্বামিত্র মধু চন্দ্রভান। স্বধাজিৎ অভিমন্ত্য মহামতিমান। কার্ত্তিক অশ্বিনী-পুত্র মহামহামুনি। একত্র হইল জড় ষোল সহস্র মুনি॥ মুনির ব্রাহ্মণীগণ তাহার সংহতি। রাজগণ মহারাজরাণীর সংহতি॥ যত রাজা জড় হৈল কহিব সাক্ষাতে। ছত্রিশ সহস্র রাজা যজ্ঞে উপস্থিতে॥ স্বস্তিবচন রক্ষা আর পড়ে মুনিগণ। ব্রহ্মা অগ্নিমন্ত্রে কৈল ব্রাহ্মণ বরণ॥ প্রকাণ্ড পৌলস্ত্য ধৌম্য বিশ্বামিত্র ঋষি। বায়ুভক্ষ মধুচ্ছেদ বিভাণ্ড তপস্বী। যজ্ঞ-রক্ষক রাজা এ সব করিল। উচিত সকল বিপ্র সভাকে বরিল॥ নৃত্য গীত বাদ্য রঙ্গ কৌতুক যেমনে। ধর্ম্মরাজ বসিলা নৌতুন (১) সিংহাসনে। স্বদেশে বসতি ভাল গঙ্গা-স্নানে পুণ্যে। জঙ্গীপুর সহর গ্রাম সর্ব্বলোকে জানে॥ ব্রাহ্মণ কুলেতে জন্ম লস্কর পদ্ধতি। মধুস্থদন জনক জননী পুণ্যবতী। - - - - - - - - - কিছু ভাব হৈল মন। রামচন্দ্র খান কৈল কবিত্ব রচন॥ o (১) নুতন। ! I *
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।