দ্বিজ কৃষ্ণরামের মহাভারত l অশ্বমেধ-পর্ব্ব। - যে পুথি হইতে এই অংশ গৃহীত হইল, তাহা বাঙ্গলা ১২০৮ সালের (১৮০০ খৃষ্টাব্দের) লেখা। সহোদর সহিত নৃপতি যুধিষ্ঠির। কেমতে হইব যজ্ঞ ভাবএ অস্থির॥ কৃষ্ণ-রূপ-গুণ মনে ভাবিতে ভাবিতে। কৃষ্ণের আগমন। গরুড়ে চাপিয়া কৃষ্ণ আইলা ত্বরিতে॥ কৃষ্ণ বলে দ্বারী শুন আমার বচন। রাজাকে জানাহ তত্ত্ব মোর আগমন॥ হাত-যোড়ে বলে দ্বারী ধরি দুই পাএ। অভ্যন্তরে চল প্রভু আপন ইচ্ছাএ॥ সবান্ধবে তোমাকে মুঙরে (১) নরপতি। তোমা বিনে তাহার নাহি আন গতি॥ পুনরপি গোবিন্দ বলিল তার তরে। আজ্ঞা বিনু না যুয়াঅ যাইতে অভ্যন্তরে। শুনিয়া ধাইল দ্বারী সত্বর গমনে। কৃষ্ণ-আগমন কহে নৃপতির স্থানে॥ শুনিয়া আনন্দ বড় বাড়িল শরীরে। ভরিল লোচন দুই সুখ-অশ্র-নীরে॥ পুলকে পূরিল তনু কণ্টকিত গাএ। শীঘ্রগতি যাইতে মন্থর দুই পাএ॥ আগে ভীম হইল অৰ্জুন তার পাছে। তার পাছে নৃপতি দ্রৌপদী তার কাছে। সহদেব নকুল সহিত পঞ্চ ভাই। রাজ-দ্বারে আসিয়া দেখিল গোবিন্দাই॥ প্রণাম করিল রাজা কৃষ্ণকে দেখিএঃ। আনন্দ বাড়িল বড় আলিঙ্গন দিঞা॥ (১) স্মরণ করে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।