পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—দ্বিজ কৃষ্ণরাম–১৭শ শতাব্দী। ግ8› পৃথিবীতে হয় যেবা ইন্দ্রসম শূর। সে পারে করিতে যজ্ঞ শুন নৃপবর॥ ভুজ-বলে বিজয় করিতে পারে ক্ষিতি। সে পারে করিতে যজ্ঞ শুন নরপতি॥ একচ্ছত্রা পৃথিবী করিলা রঘুপতি। পাতালে বাহুকি কাপে স্বর্গে সুরপতি॥ রাবণাদি নিশাচর সবংশে মারিঞা। যজ্ঞ কৈল অশ্বমেধ অসিপত্র হঞা॥ পবন-তনয় সঙ্গে ছাড়িল তুরঙ্গ। মহাবল পরাক্রম রক্ষক লবণয়।, যে যে দেশে রামের যজ্ঞের ঘোড়া যায়। হনুমান দেখি কেহু নাহি কাড়ে রায় (১)। নানা দেশে তুরঙ্গ ভ্রমিল নয় মাসে। মুক্তবতী গেল ঘোড়া স্বরথের দেশে॥ প্রখর সুরথ রাজা অকাতর রণে। বান্ধিল রামের ঘোড়া হনুমান সনে। শুনিএ শ্রীরাম রাজা ক্রোধেতে আগুনি। হস্তী অশ্ব বাজী সাজে আপনার বাহিনী॥ ভরত লক্ষ্মণ দুই রামের সহোদর। মুক্তবতী-পুরে গেলা স্বরথের ঘর। প্রখর সুরথ রাজা সমরে নিঃশঙ্ক। বন্দী কৈল ভরত রথের পাইল চন্ধ। ব্রতার্থ আছিল রাম গেলা মুক্তবতী। রামের প্রখর যুদ্ধে হারিল নৃপতি॥ শ্রীরাম নিরস্ত কৈল সুরথের মান। সঙ্গে ছাড়াইল সকল বন্দিয়ান॥ সগর করেন যজ্ঞ বড় প্রতিআশে। ষাটি সহস্ৰ পুত্র মরে ঘোড়ার উদ্দেশে। হরিশ্চন্দ্র রাজা কৈল পৃথিবী দিয়া দান। বড় দুঃখ পাইল রাজা বড় অপমান॥ (১) কথা বলে না।