এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ዓ8: বঙ্গ-সাহিত্য-পরিচয়। এমত যজ্ঞের ফল নারিল সাধিবারে। এখন রাজার রথ আছে শূন্তাকারে॥ মহাযজ্ঞ অশ্বমেধ মহাফল পায়। তে কারণে তাহাতে উৎপাত মহা হয়॥ ত্রিলোচন চক্রবর্ত্তীর মহাভারত। শ্রীকৃষ্ণের রূপ। সুশোভন শ্রীচরণে দেখিয়ে নখের কোণে লোম-কূপ চতুর্দশ পুরী। মহিমা লাবণ্য বেশ নিরূপণ করি শেষ কার শক্তি কহিবারে পারি॥ নব-ঘন-শু্যাম-তন্তু গজকর-সম জামু শু্যামল সুন্দর কলেবর। পীতাম্বর পরিধান মকরনদ করে পান পাদ-পদ্মে ভকত-ভ্রমর॥ আজানুলম্বিত কর শঙ্খ-চক্র-গদাধর সুশোভিত শোভে শতদলে। সে চাদ-অধরে সাজে বিনোদ-মুরলী বাজে বন-মালা বিরাজিত গলে॥ অগুরু চনান অঙ্গে শোভে গোরোচনা সঙ্গে তিলক চন্দন শোভে ভালে। মস্তকে মুকুট মণি সহস্ৰ তপন জিনি কর্ণে শোভে মকর কুণ্ডলে॥ জয় প্রভু জগৎপতি মোরে কর অবগতি মোরে প্রভু হও কৃপাবান। তোমার চরণ-পদ্ম হৃদয়ে করিয়া সপ্ত চক্রবর্তী ত্রিলোচন গান।,