Գ88 পিত্তার প্রার্থন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কুশধ্বজকে বিক্রয় করা স্থির করিয়া তাহার তিন পুত্রকে মন্ত্রি-সন্নিধানে আহবান করিয়া আনিতেছেন। খেলার সার্থীদিগকে প্রবোধ দিয়া তিন শিশু মন্ত্রীর নিকট যাইতেছেন। ব্রাহ্মণ ভিক্ষায় গিয়াছিলেন যখন। বুঝিবা অপূর্ব্ব কিছু দ্রব্য পায়াছেন। তাহাই খাইতে ডাকেন চল শীঘ্র যাব। স্নান পুজা করা খেলায় আবার আসিব। খেল ভাই তোমরা আমরা আসি গিয়া। এত বলি তিন ভাই যান ধায়া ধায়া। দুটি ভাই পাছু কুশধ্বজ আগুয়ান। কি খাইতে ডাকেন পিতা পথ বায়্যা (১) যান ৷ দরিদ্রের ছেল্যার খাবারে নাই চিত্তে। হোথা বাপ বজ্রাঘাত পেড্যাছে মাথাতে॥ দেক্তে (২) পায় দ্বিজ তিন তনয় আসিছে। হেট মাথা করিয়া বসিলা মন্ত্রী কাছে ৷ বাপের নিকটে গিয়া বৈসে তিন স্থত। সাত পাচ সিদ্ধান্ত ব্রাহ্মণ ভাবে কত॥ কুশধ্বজ পানে চায়্যা বলেন ঠাকুর। তোমা হৈতে বাছা মোর দুঃখ যায় দুর। পরিতে বসন নাই জল খাত্যে পাত্র। দ্বারে দ্বারে ভিক্ষা মাগি কেবল শূন্ত গাত্র। বাচি নাই দুঃখের জ্বালায় বাপু আর। তুমি কৈলে ঘোচে বাছা দুৰ্গতি আমার॥ কুশধ্বজ বলে পিতা আশ্চর্য্য কথন। আট বৎসরের আমি তোমার নন্দন॥ জ্যেষ্ঠ হইতে হইল নাই লাগে মোরে ধন্ধ। আমা হৈতে সুখে থাক এ বড় আনন্দ॥ শিশু কয় বিক্রয় করিতে পার তুমি। প্রাণ দিলে সুখে থাক তাই করি আমি॥ (b) ৰাছিয়া | (২) দেখিতে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।