পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—লক্ষণ বন্দ্যোপাধ্যায়—১৮শ শতাব্দী। 영3 অযোধ্যা-নগরে যথা যযাতি রাজন। আনিয়াছে কত রাজা কর্য নিমন্ত্রণ॥ কত বীর কত ক্ষেত্রী পৃথিবীতে যে আছে। অপূর্ব্ব কাহিনী শুষ্ঠা সভাই এস্তাছে। ববাতির যজ্ঞ-সভা ৷ খাটায়াছে কত শত তাম্বু শামিয়ানা। বস্তাছে বেত্রাসনে বড় বড় জনা॥ হাড়ী চালু গাঠ্যায় বান্ধ্যা দেখন হারা কত। এস্তাছে কতেক আর আস্তে যুথে যুথ॥ বামদেব বশিষ্ঠাদি যত মুনিগণ। অষ্টাদশ দিন যজ্ঞ করিছে রাজন। সেই দিন যজ্ঞে সেই মুনি-পুত্র চাই। মুমন্ত না আইসে কেন ভাবেন সবাই॥ যজ্ঞ-কুণ্ড-পাড়ে রাজা কত উঠে বৈসে। হেন কালে এত বলে মন্ত্রী প্রায় এস্তে॥ একটা ছাওয়াল সঙ্গে অন্তরীক্ষ-পথে। এই যে এল্য সন্নিকটে মন্ত্রী বটে রথে॥ শুনিএ আনন্দ রাজা বলে নিজ-লোকে। অগ্রসর আন গিয়া ব্রাহ্মণ-শিশুকে॥ এক বলিতে কত যায় ধায় ছটাছুটী। দেক্তে পায় মন্ত্রী সাথে ব্রাহ্মণ শিশুটী॥ দেখিতে দেখিতে মন্ত্রী নিকটে নাম্বিল। লোকারণ্য এড়ায়ে রাজার কাছে গেল। মুনি-পুত্র ভেট দিয়া ভূমে হৈল নত। কুশধ্বন্ধের পরিচয়-দাৰ। এই নেয় আট বৎসরের দ্বিজ-স্থত। রাজা চায় লাজ পায় শিশু হেট মুড়ে। অগ্নি-কুণ্ড দেখিয়া প্রণাম কর্য পড়ে। ব্রাহ্মণেভো নম্ন বলা উঠিয়া দণ্ডায়। কিবা গাঞি গোত্র সব বশিষ্ঠ স্বধায়। ক্রমে ক্রমে বলে শিশু জ্ঞান বিচক্ষণ। বশিষ্ঠ বলেন রাজা উত্তম ব্রাহ্মণ। রাজা কয় ভাল ভাল স্বজ্ঞ হৈল সিদ্ধ। সার্থক হইল যত ব্যয় কৈল হৃদ্য।