পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত-লক্ষণ বন্দ্যোপাধ্যায়—১৮শ শতাব্দী। ዓ6 » রত্ন-সিংহাসনেতে শুতিয়া ছিল হরি। নিদ্রা গিয়াছিলে প্রভু লক্ষ্মী সমভিব্যাহারী॥ চমক্যা উঠে ভগবান তেজিঞা শয়ন। গরুড় গরুড় ডাক ছাড়ে নারায়ণ॥ শয্যা তেজি গরুড়ে ডাকেন জগৎপতি। নিদ্রা-ভঙ্গ কমলা-কান্তের হইল ইতি॥ কৃতাঞ্জলি হয়্যা রমা নাথ প্রতি কন। কি দোষে উঠিলে প্রভু তেজিয়া শয়ন॥ ক্ষমা কর মোরে প্রভু অপরাধ কি বল। কোমল শরীরে কি কঙ্কাল (১) বাজ্য ছিল ৷ কৃষ্ণ কন কমলা তোমার নাহি দোষ। বক্ষঃস্থলে রাখি যারে তারে কিবা রোষ॥ অযোধ্যায় নরমেধ-যজ্ঞ করে রাজা। বিপ্র-স্থত উৎসৰ্গিয়া কৈল অগ্নি-পূজা॥ মা বাপ বেচ্যাছে শিশু বয়স বর্ষ অষ্ট। অগ্নি-কুণ্ডে পড়ে প্রায় ব্রাহ্মণ হয় নষ্ট॥ মোর নাম ব্রহ্মণ্য-দেব জানে ত্রিজগতে। রাখিতে ব্রাহ্মণ-শিশু শীঘ্র হল্য যেতে॥ শ্রীকৃষ্ণের শষ্যত্যাগ। কমলা বলেন তবে আমি সঙ্গে যাব। কিরূপে রাখহ দেখি কৌতুক দেখিব। গরুড় আছিল দ্বারে পৃষ্ঠ এস্ত পাতে। লক্ষ্মী নারায়ণ দুহে চাপিলেন তাতে॥ বেগে যায় বনমালী গরুড়ে চাপিয়া। যজ্ঞ-স্থানে সভা-তলে উত্তরিল গিয়া॥ অগ্নি-কুণ্ডে সপ্ত বার ফেরে বিপ্র স্থত। পড়িবারে যায় প্রায় হইয়া প্রণত॥ এমন কালে দুটি হাতে হরি ধরে তার। শিশু চায় কৃষ্ণ-পানে লাগে চমৎকার॥ শঙ্খ-চক্র-গদা-পদ্ম-চতুর্ভূজধারী। কৃপা। লক্ষ্মী সঙ্গে গরুড়ারূঢ়ে আপনি শ্রীহরি॥ (১) হাড়।