পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ(:Հ শিশু-বধের বিধান কাহার। শিশুর প্রতি আদর। বঙ্গ-সাহিত্য-পরিচয়। চেয়্যা দেখা চমৎকার হল্য মূৰ্ছাগত। অচেতন হতজ্ঞান সভার লোক যত ৷ তার মধ্যে জ্ঞান মাত্র বশিষ্ঠ মুনির। দর্শন করেন রূপ চক্ষে বহে নীর॥ চাহিয়া রাজার পানে কহে ভগবান। পোড়াইতে ব্রাহ্মণ-শিশু কে দিল বিধান॥ ব্রহ্মস্বরূপ আমি দ্বিজ মোর কায়। একান্ত জানি রাজা ভিন্ন নাই তায়। অগ্নি-কুণ্ড কর্য এথা পোড়াও ব্রাহ্মণে। আমার প্রাণ কান্দ্যা উঠে বৈকুণ্ঠ-ভুবনে॥ কাহার বিধান পাইলে কৈলে হেন কীর্ত্তি। বল দেখি রাজা জানি তাহার পণ্ডিতী॥ রাজা বলে পিতা শূন্তে স্বর্গ না পাইল। “ তার আজ্ঞা পায়্যা যজ্ঞ আরম্ভ করিল। বিধান না দিল মোরে কোন মুনিবর। এত শুষ্ঠা হাস্ত কৈল ত্রিদশ-ঈশ্বর॥ তোমার পিতায় স্বৰ্গ লয়্যা যাই আমি। বিপ্র-সুতে বাড়ীকে বিদায় কর তুমি। কুশধ্বজে অলক্ষিতে উঠিলেন হরি। লয়্যা গেল নহুষ রাজায় স্বৰ্গপুরী॥ বশিষ্ঠ গোসাঞি কুশধ্বজে কোলে করি। নাচেন সভার মধ্যে বলে হরি হরি॥ ধন্ত কুশধ্বজ বিপ্র-কুলেতে উৎপত্তি। অল্প-কালে জিতেন্দ্রিয় সাধু শুদ্ধ-মতি॥ জন্মিয় দ্বিজের কুল পবিত্র করিলে। গোলোকের নাথ কৃষ্ণ তুমি জান্ত ছিলে। আনন্দে নৃপতি বিপ্রস্থতে করি কোলে। সভারে বিদায় দিয়া প্রবেশে মহলে ৷ রাজ-রাণীগণ যত দেখি বিপ্র-মুত। নানা-ধন যৌতুক দিয়া হতেছে প্রণত॥ ক্ষীর খণ্ড ছেন! পান ভোজন করান। কুশধ্বজ পালা দ্বিজ শ্রীলক্ষ্মণে গান।