মহাভারত—লক্ষণ বন্দ্যোপাধ্যায়—১৮শ শতাব্দী। - Գ(tՎ) হর্ষমন হৈয়া ধন দেয় রাজরাণী। করা যত্ন রাখে রত্ব চতুর দ্বিজমণি॥ প্রণাম করি ত্বরাপরি বিদায় করে রাণী। অর্থ পায় দ্রুত যায় যথা নৃপমণি॥ মহারাজ সিদ্ধ কাষ হইল তোমার। যাব ঘর নরেশ্বর ব্যাজ নাহি আর॥ যোড়-হাত নরনাথ কহে স্তুতি-ভাবে। নিরবধি থাক যদি প্রতি পাই তবে॥ নৃপমণি শুন বাণী কহি তব কাছে। দিয়া মোরে শোকাতুরে মাতা পড়া আছে। মন্ত্রি-বরে শীঘ্রতরে ডাকেন রাজন। বের কর্য রথ সার্যা লয়্যা যাও ব্রাহ্মণ॥ অর্থ আনি নৃপমণি দেন দ্বিজবরে। ভক্ষ্যদ্রব্য আনি সর্ব্ব তোলে রথপরে॥ রাজা নিলা পদ-ধূলা বন্দিয়া সাদরে। আনন্দিত বিপ্রস্থত নিজে আশিস করে। বশিষ্ঠেরে সমাদরে প্রণাম করিল। বিপ্র-সুতে বশিষ্টেতে আলিঙ্গন হলো। রাজা বলে কুতূহলে শুন দ্বিজ-কথা। তুমি আইলে কৃষ্ণ পাইলে স্বর্গে গেল পিতা ৷ এইরূপ কহে ভূপ শুনে দ্বিজবর। মন্ত্রী ডাকে ব্রাহ্মণকে আইস সত্বর॥ রাজ-দূতে বিপ্র-স্থতে লয় যত্ন করি। গৃহাভিমুখে। দ্বিজ-পুত্র করা যোত্র চাপে রথোপরি॥। কষার বাড়ি বাজী-পরি মারে বিপরীতে। (১) অনিল ভরে শীঘ্রতরে বেগে চলে রথে॥ “ রথ-খান মূর্ত্তিমান হয়ে চলে শীঘ্র। ভয়-কৃত দ্বিজ-স্থত কহে অতি ব্যগ্র॥ শুন মন্ত্রী অতি যন্ত্রী কর অবধান। পাবকেতে রই জীতে ইবে যায় প্রাণ॥ (১) ঘোড়ার উপর শক্তরূপ চাবুক পড়িতে লাগিল। R(t
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।