এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
সুমন্ত দেখিতে পান আইসেন ব্রাহ্মণ।
প্রণাম করিয়া মন্ত্রী বলেন বচন॥
লয় বিপ্র তব পুত্ত্র পাঠাইল রাজন।
রথেতে আছয়ে আর বহুমূল্য ধন॥
তব পুত্ত্র আগমনে যজ্ঞ হৈল সায়।
বিপ্র বয় ধন মন্ত্রী হইল বিদায়॥
হেন কালে পুত্ত্র কোলে করিল ব্রাহ্মণ।
কুশধ্বজ বন্দে আপন পিতার চরণ॥
ধন সব বয়্যা লয়্যা রাখিল তখন।
হেন কালে আইল অর্জ্জুন জনার্দ্দন॥
অশ্রুজলে ভাসে তারা কুশধ্বজে কয়।
কেমনে পাইলে রক্ষা বিবরিয়া কয়॥
কুশধ্বজ বলে কথা সবে বসি শুন।
রাখিল বিপদে মোরে লক্ষ্মী নারায়ণ॥
বিশেষ করিয়া কথা কহে দ্বিজ-সুত।
শ্রীযুত লক্ষ্মণ রটে বশিষ্ঠের মত॥