পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ(tԵ শ্রীকৃষ্ণ, বলরাম ও সঙ্গীদের ক্রীড়া। তাল খাইবার ইচ্ছা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। একত্র হইয়া সবে যমুনার তীরে। নানাবিধ জল-ক্রীড়া করি ধীরে ধীরে॥ কোথাহ মৰ্কট-শি ও লাফ দেই রঙ্গে। তেন মতে যান ক্ল ষ্ট্র ছাওয়ালের সঙ্গে॥ চিত্র বিচিত্র গতি ময়ূরে নৃত্য করে। তাহা দেখি তেমত নাচে রাম দামোদরে॥ কতিহো কোকিল পার্থী মুস্বর নাদ পূরে। তাহার সঙ্গে রাক ড়ে রাম দামোদরে॥ কতিহে পক্ষগণ তাকাশে উঠিয়া। তার ছায়া সঙ্গে বুল দুই ভাই ফিরিয়া॥ কোথাহ বুলে ফুল তুলিয়া মুরারি। কত গলে কত কী ণ কত মাখে পরি॥ তেন মতে বৃন্দাবনে বিহরে গোপাল। শ্রম ক্ষুধা পাইয়া কিছু বলে ছাওয়াল॥ শুনহ বলরাম শুন মুরারি। বনে কিছু না খাইল চলিতে ন পারি॥ হেরি তাল বন এই দেখিল সম্মুখে। কংসের তাল-বন (ধনুক বীর রাখে॥ ধেনুক মার যবে তবে খাইব তাল। তোমার মন লয় যদি চলহ গোপাল॥ শুনিয়া ছাওয়ালের কথা হাসেন নারায়ণ। তাল খাইবারে চাহ সব শিশুগণ॥ হাসিয়া নড়িলা কৃষ্ণ শিশুর কথা শুনি। তাল খাইবারে শি গু সঙ্গে যায় চক্রপাণি॥ বালকের সঙ্গে তা -বনে প্রবেশিল।, তাল-গাছে গিয়া তবে বলাই চড়িল ৷ গাছে উঠি বলদেব তাল নাড়া দিল। যত ছিল পাকা তাল সকলি পড়িল॥ আস্তে ব্যস্তে শিশু তাল কুড়াইয়া খাই। বালকের রঙ্গ দেখি হাসে গোবিন্দাই॥ আর বার বলাই গিয়ে তালে নাড়া দিল। কাচ পাক যত ছিল সকলি পড়িল ৷।