৭৬e নারদের নিবেদন। অক্ররের আনন্দ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তথায় নারদ মুনি আসি কৃষ্ণের ঠাঞী। কংসের মন্ত্রণা যত কহিল তথায়॥ যেমতে মারিতে কংস বসুদেব বৈল। আমি হাতে ধরি তার মরণ রাখিল ৷ তোমরা দু ভাই নিতে পাঠাব অক্রুরে। অক্রর পাঠায়ে ইহা নিব মধুপুরে। ঝাট গিয়া মার গোসাঞী দুষ্ট কংসরায়। বন্দি-শালে দুঃখ পায় তোমার বাপ মায়॥ এতেক বলিল যবে নারদ মুনিবর। হাসিয়াত গদাধর দিলেন উত্তর॥ আস্থক অক্রৱ যাব মথুরানগরে। মল্ল-যুদ্ধ করিয়া ভেটব নৃপবরে॥ তবেত নারদ মুনি গেলা নিজ-ঘর। শিশু সঙ্গে লইয়া ক্রীড়া করে দামোদর॥ রাজার আদেশে অক্রর ঘরকে আসিয়া। কৌতুকে বঞ্চিল নিশি হরষিত হৈয়া॥ কালিত দেখিব গোসাঞী শ্রীমধুস্থদন। কোটি জন্মের পাপ সব হইব খণ্ডন॥ এত মনে করি অক্রুর রজনী বঞ্চিল। প্রভাতে উঠিয়া অক্রুর গোকুল চলিল। পথেতে চলিলা অক্রুর রথেতে চড়িয়া। কৃষ্ণ-দরশনে যায় হরষিত হৈয় ৷ ভাল হৈল কংস বৈল কৃষ্ণ আনিবারে। তেএী দেখিব আজি দেব গদাধরে। ব্রহ্মা আদি দেবগণ কত তপ কৈল। তবুত নারায়ণ মূর্ত্তি দেখিতে না পাইল৷ সেই জগন্নাথ প্রভু দেখিব গোকুলে। চরণ বন্দিয়া করিব জনম সফলে॥ প্রণাম করিব গিয়া পড়িয়া শরীরে। অকুর বলিয়া আমা তুলিব গদাধরে। হাতে ধরি জিজ্ঞাসিব দেব নারায়ণ। তখন জানিব আমি সফল জীবন ৷
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।