ভাগবত–মালাধর বস্থ–১৫শ শতাব্দী। * b> পথেতে যাইতে অক্রর অনুমান করি। দিন অবশেষে পাইলা গোকুল নগরী। দেখিয়া রাম দামোদর বৎসকের (১) সঙ্গে। হাসিতে খেলিতে শিঙ্গা বাজাইয়া রঙ্গে॥ রথে হৈতে উলি (২) অক্রুর প্রণাম যে করি। ভূমে লোটাইয়া কৃষ্ণের পায়ে ধরি॥ বন্দিল বলদেবে অক্রুর মহাশয়। নন্দঘোষ যশোদাকে করিল বিনয়॥ নন্দ যশোদা তবে সন্ত্রমে উঠিল। পাদ্য অর্ঘ্য দিয়া তারে বিনয় করিল। মিষ্ট অন্ন পান দিয়া করাইল ভোজন। জিজ্ঞাসিলা বার্তা কেন করিলে গমন॥ তবে অকুর বলে করিয়া বিনয়। ধনুর্ম্ময় যজ্ঞ তথা করে কংসরায় ৷ তে কারণে মোরে হেতা পাঠাইল সত্বর। অতএব আইলাম আমি তোমা বরাবর॥ দধি দুগ্ধ ঘৃত লহ শকটে পূরিয়া। সত্বরে চলহু নন্দ রাজ-কর লৈয়া ৷ দুই পুত্র লহ নন্দ করিয়া সংহতি। মল্ল-যুদ্ধ দুহার দেখিবে নরপতি। মহাবল তোমার পুত্র শুনিয়া নৃপতি। মল্লযুদ্ধ করাইবে মল্লের সংহতি॥ যুদ্ধ দেখিতে রাজার কৌতুক বড় মনে। তে কারণে আইলাম আমি তোমার সদনে॥ রাজার আদেশ রাথ শুন নন্দঘোষ। বিলম্ব না কর নন্দ চলহ সন্তোষ। অক্রুরের বচন শুনি নন্দ গোয়াল। কি করিব আজ্ঞা কর নন্দগোপাল ৷ ভাল ভাল বলিয়া উঠিলা গদাধর। করিবত মল্ল-যুদ্ধ ভেটিব নৃপবর॥ (১) গোবৎসের। (২) অবতরণ করিয়া। > *
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।